Independence Day 2024: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ২০৩৬ অলিম্পিকের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

PM Modi on Independence Day 2024: প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান। এ বার প্যারিস থেকে ৬টি পদক এসেছে ভারতে। তাঁদের সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

Independence Day 2024: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ২০৩৬ অলিম্পিকের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Independence Day 2024: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ২০৩৬ অলিম্পিকের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Follow Us:
| Updated on: Aug 15, 2024 | 11:40 AM

কলকাতা: আজ ১৫ অগস্ট। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস। এ বছরের স্বাধীনতা দিবসের থিম বিকশিত ভারত। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে (Independence Day 2024) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। এ বার প্যারিস থেকে ৬টি পদক এসেছে ভারতে। তাঁদের সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পাশাপাশি স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ২০৩৬ অলিম্পিকের বার্তাও দিয়েছেন। একইসঙ্গে প্যারিস গামী ভারতীয় প্যারা অ্যাথলিটদের প্যারালিম্পিকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

২০৩৬ অলিম্পিক কি ভারতে হবে? স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তেমন স্বপ্নের কথাই শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত জি২০ সামিট ভারতে আয়োজন করেছে। এবং ২০০-রও বেশি ইভেন্ট আয়োজন করা হয়েছে দেশে। এটা প্রমাণিত যে ভারত বড় ইভেন্ট আয়োজন করতে পারে। তাই এটা যেহেতু প্রমাণিত হয়েছে, তাই ভারত ২০৩৬ অলিম্পিক দেশে আয়োজন করার স্বপ্ন দেখছে। আমরা তার জন্য প্রস্তুতিও নিচ্ছি।’

লালকেল্লায় জাতির উদ্দেশে মোদীর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন দেশের একাধিক অ্যাথলিট। যাঁরা কয়েকদিন আগেই প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতের যে অ্যাথলিটরা প্যারিস গেমসে অংশ নিয়েছিলেন, তাঁদের শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, ‘অলিম্পিকে যাঁরা দেশের পতাকা উচুতে ওড়াতে পেরেছেন, তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। ১৪০ কোটি দেশবাসীর পক্ষ থেকে আমি তাঁদের শুভেচ্ছা জানাই। কয়েকদিনের মধ্যেই প্যারালিম্পিকে ভারত থেকে বড় টিম যাবে প্যারিসে। তার জন্য আমি সকল প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানাই।’