Paris Olympics 2024: প্যারিসে প্রথম বার ‘ফ্লোটিং অলিম্পিক ভিলেজ’, কোন ‘লাকি’ অ্যাথলিটরা সেখানে থাকার সুযোগ পাবেন?

Watch Video: প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজ নিয়ে নানান আলোচনা চলছে। বিশেষ করে প্যারিস গেমস ভিলেজের 'অ্যান্টি সেক্স বেড' নিয়ে চর্চা হচ্ছে। এরই মাঝে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অভিষেক হচ্ছে ভাসমান অলিম্পিক ভিলেজের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্যারিস অলিম্পিকের ফ্লোটিং ভিলেজের ভিডিয়ো, ছবি।

Paris Olympics 2024: প্যারিসে প্রথম বার 'ফ্লোটিং অলিম্পিক ভিলেজ', কোন 'লাকি' অ্যাথলিটরা সেখানে থাকার সুযোগ পাবেন?
Paris Olympics 2024: প্যারিসে প্রথম বার 'ফ্লোটিং অলিম্পিক ভিলেজ', কোন 'লাকি' অ্যাথলিটরা সেখানে থাকার সুযোগ পাবেন?
Follow Us:
| Updated on: Jul 24, 2024 | 7:34 PM

কলকাতা: যা অন্য অলিম্পিকে হয়নি, তা-ই হচ্ছে এ বার। প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজ নিয়ে নানান আলোচনা চলছে। বিশেষ করে প্যারিস গেমস ভিলেজের ‘অ্যান্টি সেক্স বেড’ নিয়ে চর্চা হচ্ছে। এরই মাঝে প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) অভিষেক হচ্ছে ভাসমান অলিম্পিক ভিলেজের। গেমস ভিলেজ নিয়ে অনেকেই জানেন। কিন্তু ভাসমান ভিলেজ, সেটা আবার কী? এর অর্থ অ্যাথলিটদের ঠিকানা যখন ভাসমান। এই ‘ফ্লোটিং ভিলেজ’ এখন খবরের শিরোনামে। হাতে গোনা গুটিকয়েক অ্যাথলিট এই ফ্লোটিং অলিম্পিক ভিলেজে (Floating Olympic Village) থাকার সুযোগ পাবেন। এই ভাগ্যবান অ্যাথলিট কারা, জানেন?

প্যারিস অলিম্পিকের ফ্লোটিং ভিলেজে থাকবেন কারা?

গ্রেটেস্ট শো অন দ্য আর্থে সার্ফিং ইভেন্টে অংশ নিতে চলা অ্যাথলিটরা এই বিশেষ সুবিধা পাবেন। প্যারিস থেকে ১০ হাজার মাইল দূরে পলিনেসিয়া, ওসিয়ানিয়ায় লাক্সারি Aranui 5 Ship এ থাকবেন ওই অ্যাথলিটরা। প্যারিস অলিম্পিকে সার্ফিংয়ে পারফর্ম করতে চলা মোট ৪৮ জন অ্যাথলিটের আগামী কয়েকদিনের ঠিকানা ওই ভাসমান ভিলেজ।

প্যারিস অলিম্পিকের ভাসমান ভিলেজে কী কী সুবিধা রয়েছে?

  • স্কাই বার রয়েছে।
  • ডান্সিং রুম রয়েছে।
  • লাইব্রেরি রয়েছে।
  • ফিটনেস রুম রয়েছে।
  • স্পা রয়েছে।
  • কার্ডবোর্ডের বেড নয়। সেখানে অ্যাথলিটদের জন্য থাকছে সাধারণ বেড।

এই প্রথম বার ফ্লোটিং অলিম্পিক ভিলেজ নিয়ে আলোচনা চলছে। মেডেলের জন্য প্রতিযোগিতা যেখানে হবে, তা থেকে আয়োজক দেশের রেকর্ড দূরত্ব রয়েছে। বিমানে যাতায়াত করলে তাহিতির ফ্রেঞ্চ পলিনেশিয়ান আইল্যান্ড থেকে আয়োজক দেশে পৌঁছতে লাগবে প্রায় ২১ ঘণ্টা।