AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: জোশ ছিল, হুঁশ ছিল না… দেশে ফিরে নীরজ চোপড়ার সহজ স্বীকারোক্তি

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকেপ পর বিদেশ থেকে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন নীরজ। আর ভারতে এসেই জানিয়ে দিয়েছেন তাঁর পরবর্তী লক্ষ্য। সম্প্রতি হরিয়ানাতে সহজ স্বীকারোক্তি করে নীরজ জানিয়েছেন, প্যারিস গেমসে জ্যাভলিন থ্রো ফাইনালের সময় তাঁর মনে কী চলছিল।

Neeraj Chopra: জোশ ছিল, হুঁশ ছিল না... দেশে ফিরে নীরজ চোপড়ার সহজ স্বীকারোক্তি
জোশ ছিল, হুঁশ ছিল না... দেশে ফিরে নীরজ চোপড়ার সহজ স্বীকারোক্তিImage Credit: PTI
| Updated on: Sep 29, 2024 | 3:41 PM
Share

কলকাতা: দিন দুয়েক আগে দেশে ফিরেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) রুপো পেয়েছেন পানিপতের ছেলে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থে পারফর্ম করার পর নীরজ ভারতে ফেরেননি। তিনি ডায়মন্ড লিগে অংশ নেওয়ার জন্য অলিম্পিকের পর বিদেশেই ছিলেন। ব্রাসেলস ডায়মন্ড লিগে নীরজ দ্বিতীয় স্থানে শেষ করেন। ভাঙা হাত নিয়েই হিরের খোঁজে নেমেছিলেন। তা পূরণ হয়নি। তারপর বিদেশ থেকে অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন নীরজ। আর ভারতে এসেই জানিয়ে দিয়েছেন তাঁর পরবর্তী লক্ষ্য। সম্প্রতি হরিয়ানাতে একইসঙ্গে সহজ স্বীকারোক্তি করে নীরজ জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে জ্যাভলিন ফাইনালের সময় তাঁর জোশ ছিল, হুঁশ ছিল না।

হরিয়ানায় মিশন অলিম্পিক ২০৩৬ এর এক অনুষ্ঠানে নীরজ প্যারিস অলিম্পিকের তাঁর থ্রোয়ের সময় মনে কী চলছিল, জানিয়েছেন। সেই নিয়ে তিনি বলেন, ‘প্রথম থ্রো এর মাধ্যমে প্রতিটি অ্যাথলিটের মাইন্ডসেট ঠিক হয়ে যায়। আমার প্রথম থ্রো দারুণ ছিল। কিন্তু ফাউল করেছিলাম আমি। ট্র্যাক নতুন ছিল, আমি সমস্যায় পড়েছিলাম তাই। আমি চেষ্টা করেছিলাম যাতে ফাউল না করি। কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। প্রতিযোগিতাটা কঠিন ছিল।’

এরপরই নীরজ জানান, জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের সময় তাঁর মনে জোশ ছিল, কিন্তু হুঁশ ছিল না। এই প্রসঙ্গে নীরজ বলেন, ‘এরপর নাদিম ভালো থ্রো করেছিল। কিন্তু আমার দ্বিতীয় থ্রো-টাও ভালো ছিল। এরপর যেটা হয়েছিল, আমরা অনেক সময় বলি না যে জোশের সঙ্গে হুঁশও থাকা জরুরি। তাই হয়তো ওই দিন আমার হুঁশ ছিল না। ওই দিন আমার জোশ ছিল। নিজের উপর রাগ ছিল যে আমাকে করতেই হবে। কিন্তু কোথাও না কোথাও টেকনিক্যাল বিষয়ে আমি একটু পিছিয়ে পড়েছিলাম।’

টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিসে রুপো পেয়েছেন তিনি। ২০৩৬ এর অলিম্পিকে ফের কি সোনার স্বপ্ন দেখছেন নীরজ? আগামীর লক্ষ্য নিয়ে নীরজ বলেছেন, ‘হাত এখন ঠিক আছে। এ বছরের মরসুম তো শেষ হল। এ বার এদিকে নজর রাখব। লস অ্যাঞ্জেলস অলিম্পিক আসতে তো দেরি রয়েছে। আর আগে পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। তার জন্য তৈরি হব। তারপর কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস আসবে। ধীরে ধীরে সেই ইভেন্টগুলোর জন্য নিজেকে তৈরি করব।’