Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafael Nadal: ম্যাচের মাঝেই পছন্দের ব়্যাকেট উধাও! আম্পায়ারের কাছে অভিযোগ নাদালের

Australian Open 2023: পছন্দের ব়্যাকেট খুইয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা নাদালের। স্প্যানিশ টেনিস তারকার ব়্যাকেট তুলে নিয়ে গেল কে?

Rafael Nadal: ম্যাচের মাঝেই পছন্দের ব়্যাকেট উধাও! আম্পায়ারের কাছে অভিযোগ নাদালের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 3:47 PM

মেলবোর্ন: সোমবার, অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) প্রথমদিনই কোর্টে নেমেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চার সেটের ম্যাচে ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। তাতেও কষ্টের শেষ নেই নাদালের। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সবথেকে প্রিয় ব়্যাকেট ছাড়াই খেলতে বাধ্য হলেন। কারণ ম্যাচের বিরতির সময় এক খুদে বলবয় ভুল করে রাফার প্রিয় ব়্যাকেটটি তুলে নিয়ে যায়। ব্যাগের মধ্যে ব়্যাকেট খুঁজে না পেয়ে দিশেহারা মনে হচ্ছিল স্প্যানিশ মায়োস্ত্রোকে। তাঁর ব়্যাকেটটি বল নিয়ে চলে গিয়েছে শুনে হতচকিত হয়ে যান। কষ্ট হলেও মুখে হাসি নিয়ে চেয়ার আম্পায়ারের কাছে নালিশ জানাতে দৌড়ে যান। আম্পায়ারকে বলেন, ব়্যাকেটটি তাঁর চাই-ই চাই। বিস্তারিত Tv9 Banglaর  এই প্রতিবেদনে।

মজাদার এই ঘটনার মুহূর্তের ভিডিও অস্ট্রেলিয়ান ওপেনের তরফে টুইট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগের ভেতরে কিছু একটা খুঁজছেন রাফা। একে একে বেশ কয়েকটি ব়্যাকেট বের করেন। কিন্তু নিজের পছন্দেরটি খুঁজে পাচ্ছিলেন না। বলবয়দের মধ্যে একজন এসে জানায় তাঁর একটি ব়্যাকেট রিপেয়ারিংয়ের জন্য বলবয় নিয়ে গিয়েছে। নাদাল বুঝে যান, জ্যাক ড্র্যাপারের বিরুদ্ধে যে ব়্যাকেট নিয়ে খেলছিলেন সেটিই ভুল করে ছেলেটি নিয়ে গিয়েছে। এতবছরের কেরিয়ারের কোনওদিন এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হননি তিনি। স্বভাবতই হতভম্ব হয়ে যান। ম্যাচ চলাকালীন এমন ঘটনায় চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে ঘটনাটি জানান। তাঁকে বলতে শোনা যায়, ” বলবয় আমার ব়্যাকেট নিয়ে চলে গিয়েছে। ওটা ফেরত চাই। ব়্যাকেটের ড্যাম্পেনার -সহ সবকিছু ফেরত চাই।”

ব্যাটারের কাছে যেমন ব্যাট, টেনিস খেলোয়াড়ের কাছে তেমনই ব়্যাকেট হল অস্ত্র। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে পছন্দের ‘অস্ত্র’ নিয়েই নেমেছিলেন নাদাল। কিন্তু মাঝপথেই তা উধাও। যাই হোক, তাতে অবশ্য ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকার জয় আটকায়নি। জয় দিয়ে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা রাফায়েল নাদালের। চার সেটে প্রথম রাউন্ডের ম্যাচ জেতেন তিনি। প্রতিপক্ষ ছিল ব্রিটেনের অবাছাই জ্যাক ড্র্যাপার। চার সেটের ম্যাচ ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২৩তম গ্র্যান্ড স্লামের লক্ষ্য প্রথম ধাপ পার করে ফেললেন নাদাল।