AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pro Kabaddi League: মেয়েদের আইপিএলের পর এ বার মেয়েদের কবাডি লিগ!

Women's Kabaddi League: আইপিএলের এ বার মেয়েদের আইপিএল নিয়ে আসতে চলেছে বিসিসিআই। সেই পথেই হাঁটতে চলেছে কবাডিও। ছেলেদের প্রো কবাডি লিগের মতোই মেয়েদের কবাডি লিগও আসতে চলেছে।

Pro Kabaddi League: মেয়েদের আইপিএলের পর এ বার মেয়েদের কবাডি লিগ!
Pro Kabaddi League: মেয়েদের আইপিএলের পর এ বার মেয়েদের কবাডি লিগ!Image Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 2:13 PM
Share

নয়াদিল্লি: বিশ্ব জুড়ে প্রাধান্য পাচ্ছে মহিলা ক্রিকেট। পুরুষদের সমস্ত টুর্নামেন্টই এখন খেলছেন মহিলারাও। মহিলাদের বিগ ব্যাশ, ওয়ার্ল্ড কাপ (World Cup) তো আছেই, সদ্য ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগও (WPL) অনুষ্ঠিত হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি মহিলা টুর্নামেন্ট পেতে চলেছে ভারতীয় খেলাধুলো। আগামী বছর শুরু হতে চলেছে মেয়েদের  কবাডি লিগও। ৯ বছর আগে শুরু হয়েছিল পুরুষদের প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। বেশ সফল এই টুর্নামেন্টের মহিলা সংস্করণটি করার কথা ভাবছে আয়োজক সংস্থা। মনে করা হচ্ছে, এই লিগকে উইমেন্স কবাডি লিগ নাম দেওয়া হবে। আয়োজক সংস্থার তরফে কী জানা যাচ্ছে এই উইমেন্স কবাডি লিগের ভবিষ্যৎ নিয়ে? বিস্তারিত পড়ুন TV9Bangla-য়।

প্রতি বছরই প্রো কবাডি লিগ আয়োজন করে মশাল স্পোর্টস নামক সংস্থা। এ বছরে তাঁরা পিকেএলের দশম সংস্করণটি আয়োজন করতে চলেছে। এর মধ্যেই উইমেন্স কবাডি লিগের কথা ঘোষণা করল মশাল স্পোর্টস। যদিও ক’টি দল এই টুর্নামেন্টে খেলবে সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মশাল স্পোর্টস এর কর্ণধার তথা প্রো কবাডি লিগের লিগ কমিশনার অনুপম গোস্বামী বলেন, “পুরুষদের কবাডি লিগের জনপ্রিয়তা দেখে আমরা মহিলাদের লিগ করার সিদ্ধান্ত নিয়েছি। কবাডিকে বিশ্বমানের আধুনিক ক্রীড়ার মর্যাদা দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা। আমদের অংশীদারদের সঙ্গে এবং অ্যমেচার কবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের সঙ্গে কথা বলে আমরা উইমেন্স লিগের শুরু করার কথা ভাবছি।”

প্রো কবাডি লিগের সর্বোচ্চ পয়েন্টের অধিকারী রেইডার প্রদীপ নারওয়াল বলেন, “প্রো কবাডি লিগের মান এবং জনপ্রিয়তা, কবাডি প্লেয়ার হিসেবে আমাদের সম্মান বাড়াতে অনেক সাহায্য করেছে। আমি মনে করি মেয়েদের কবাডি লিগও দেশের মহিলা কবাডি প্লেয়ারদের ক্ষেত্রেও একই কাজ করবে।”

ছেলেদের কবাডি লিগের পাশাপাশি একবার মেয়েদের কবাডি লিগ অবশ্য শুরু হয়েছিল। ২০১৬ সালে মেয়েদের সেই লিগে তিনটে টিম খেলেছিল। বিদেশি প্লেয়ারও ছিল না। আসলে সে বার এই লিগের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, তা বোঝার চেষ্টা করেছিল আয়োজকরা। কিন্তু ওই বছরের পর আর মেয়েদের কবাডি লিগ হয়নি। কবাডি লিগের জনপ্রিয়তা, এই খেলার প্রসার ও প্রচারকে কাজে লাগাতে চাইছে আয়োজকরা। উত্তর ভারতেই মূলক কবাডি লিগের জনপ্রিয়তা। কিন্তু এই লিগকে ছড়িয়ে দিতে মেয়েদের লিগও আনার কথা ভাবা হয়েছে। আয়োজকদের আশা, অচিরেই এই লিগ সাফল্য পাবে।