Asian Games 2023 Schedule Today, 26 September: ভারত-পাকিস্তান জোড়া ম্যাচ, নামছেন রোনাল্ডো-বেকহ্যাম! জেনে নিন দিনের সূচি
Asian Games 2023 Day-8 Schedule in Bengali: ট্র্যাক সাইক্লিং: মেয়েদের টিম স্প্রিন্ট যোগ্যতা অর্জন, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (শুসিকলা আগাসে, সেলেস্তিনা ময়ূরী ধনরাজ লুতে, ত্রিয়াষা পল)। মেন্স টিম স্প্রিন্ট যোগ্যতা অর্জন, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (ডেভিড বেকহ্যাম, এসও অ্যালবেন, রোনাল্ডো সিং লাইতোঞ্জাম, রোজিত সিং)। মেন্স টিম পার্সিউ কোয়ালিফায়িং, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (ভেনকাপা শিভাপা কেনালগুতি, দীনেশ কুমার, মনজিৎ কুমার, নীরজ কুমার, বিশ্বজিৎ সিং) সকাল ৭.৩০ থেকে।

Image Credit source: X
কলকাতা: হানঝাউ এশিয়ান গেমসে আজ ভারত-পাকিস্তান। স্কোয়াশে মুখোমুখি দু-দেশ। গত এশিয়ান গেমস অর্থাৎ জাকার্তায় ভারতের পদক সংখ্যা ছিল ৭০। হানঝাউতে টিম ইন্ডিয়ার লক্ষ্য একশোর বেশি পদক। সোমবার সোনার খাতা খুলেছে ভারত। দুটি সোনা এবং চারটি ব্রোঞ্জ। উসুতেও পদক নিশ্চিত হয়েছে ভারতের। সেই হিসেবে এখনও অবধি ভারতের ঝুলিতে ১১টি পদক। আজও বেশ কিছু পদকের ম্যাচ রয়েছে। বিশেষ প্রত্যাশা শুটিংয়ে। এর পাশাপাশি নজর থাকবে ফেন্সিংয়ে ভবানী দেবীর দিকে। তেমনই সেইলরদের জন্য বড় দিন হতে পারে। আজ এশিয়াডে ভারতের সূচি, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একনজরে ভারতের সূচি ও সময়
- বক্সিং: পুরুষদের ৫৭ কেজি বিভাগে রাউন্ড অব ৩২-এর ম্যাচে সচিন সিবাচ, পুরুষদের ৯২+ কেজি বিভাগে রাউন্ড অব ১৬-এর ম্যাচে নামছেন নরেন্দ্র।
- শুটিং: পুরুষ ও মহিলাদের স্কিট-এর যোগ্যতা অর্জন পর্ব, ব্যক্তিগত ইভেন্ট, টিম ফেজ ১- (পুরুষদের বিভাগে- অনন্তজিৎ সিং নারুকা, গুরজোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। মহিলাদের বিভাগে- পরীনাজ ধালিওয়াল, জ্ঞানেমত সেখোন, দর্শনা রাঠোর)। মেয়েদের ২৫ মিটার পিস্তল প্রিসিশন ব্যক্তিগত এবং টিম বিভাগে (মানু ভাকের, রিদম সাংওয়ান, এশা সিং)। পদকের ইভেন্ট– ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতা অর্জন, ব্রোঞ্জ, গোল্ড মেডেল ম্যাচ (দিব্যাংশ সিং পানওয়ার, রমিতা)। সকাল ৬.৩০ থেকে।
- একুস্ট্রিয়ান: পদকের ইভেন্ট-ড্রেসজ প্রিঁ সেন্ট-জর্জেস টিম, ব্যক্তিগত ইভেন্ট (হৃদয় ছেদা, অনুশ আগরওয়াল, দিব্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা)। সকাল ৫.৩০ থেকে।
- স্কোয়াশ: পুরুষদের টিম পুল এ- ভারত বনাম সিঙ্গাপুর, সকাল ৭.৩০। মেয়েদের টিম পুল বি- ভারত বনাম পাকিস্তান, সকাল ৭.৩০। পুরুষদের টিম পুল এ-ভারত বনাম কাতার, বিকেল ৪.৩০।
- ফেন্সিং: পদকের ইভেন্ট– উইমেন্স সাবরে ব্যক্তিগত ইভেন্ট (ভবানী দেবী) সকাল ৬.৩০ থেকে।
- ট্র্যাক সাইক্লিং: মেয়েদের টিম স্প্রিন্ট যোগ্যতা অর্জন, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (শুসিকলা আগাসে, সেলেস্তিনা ময়ূরী ধনরাজ লুতে, ত্রিয়াষা পল)। মেন্স টিম স্প্রিন্ট যোগ্যতা অর্জন, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (ডেভিড বেকহ্যাম, এসও অ্যালবেন, রোনাল্ডো সিং লাইতোঞ্জাম, রোজিত সিং)। মেন্স টিম পার্সিউ কোয়ালিফায়িং, রাউন্ড ১, হিট এবং ফাইনাল (ভেনকাপা শিভাপা কেনালগুতি, দীনেশ কুমার, মনজিৎ কুমার, নীরজ কুমার, বিশ্বজিৎ সিং) সকাল ৭.৩০ থেকে।
- ভলিবল- মেন্স ক্লাসিফিকেশন পঞ্চম, ষষ্ঠ স্থানের ম্যাচ, ভারত বনাম পাকিস্তান, বিকেল ৪টা।
- চেস-পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট, দুপুর ১২.৩০ থেকে।
- ইস্পোর্টস: স্ট্রিট ফাইটার ভি- চ্যাম্পিয়ন এডিশন রাউন্ড অব ৩২ এবং ব্র্যাকেট ম্যাচ সকাল ৭.২০ থেকে।
- হকি: প্রাথমিক পর্ব মেন্স পুল এ-ভারত বনাম সিঙ্গাপুর, সকাল ৬.৩০।
- জুডো-পদকের ইভেন্ট, মেন্স ১০০ কেজি (অবতার সিং), উইমেন্স অনূর্ধ্ব ৭৮ কেজি (ইন্দুবালা দেবী), উইমেন্স ৭৮ কেজি উর্ধ্ব (তুলিকা মান)। সকাল ৭.৩০টা থেকে।
- সেইলিং: পদকের নানা ইভেন্ট। সকাল ৮.৩০ থেকে।
- সুইমিং: উইমেন্স ১০০মিটার ফ্রিস্টাইল, উইমেন্স ২০০ মিটার ব্যাকস্ট্রোক, মেন্স ১৫০০ মিটার ফ্রিস্টাইল (ফাস্ট ও স্লো হিট), মেন্স 4×400 মিটার মেডলি রিলে এবং ফাইনাল। সকাল ৭.৩০ থেকে।
- টেনিস: সিঙ্গলস ও ডাবলস ম্যাচ। (অঙ্কিতা রায়না, রোহন বোপান্না, রুতুজা ভোসলে, রামকুমার রামনাথন এবং অন্যান্য) সকাল ৭.৩০ থেকে।
- উসু: পুরুষদের ৭০কেজি কোয়ার্টার ফাইনাল (সূরজ যাদব), পুরুষদের ৬০ কেজি কোয়ার্টার ফাইনাল সূর্য ভানু প্রতাপ সিং, বিকেল ৫টা থেকে।