Asian Games 2023 Opening Ceremony: ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায়, কীভাবে দেখবেন?
Asian Games 2023 Opening Ceremony Date and Time: ১৯তম এশিয়ান গেমসের দলগত ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। তাতে ভারতের রোয়িং টিম, ভলিবল টিমের দাপট দেখা যাচ্ছে। অবশ্য এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান আগামিকাল, ২৩ সেপ্টেম্বর। তাতে ভারতের পতাকাবাহক হিসেবে দেখা যাবে পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং ভারতীয় বক্সার লভলিনা বরগোহাইন।
হানঝাউ: অতিমারি করোনার কারণে ২০২২ সালের জায়গায় ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমস (Asian Games 2023)। এশিয়াডের দলগত ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবশ্য এই মাল্টি স্পোর্টস ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৩ সেপ্টেম্বর, আগামিকাল। এশিয়ান গেমসের জন্য চিনের হানঝাউ সেজে উঠেছে। আগামিকাল সকলের চোখ থাকবে হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (Asian Games 2023 Opening Ceremony)।
হানঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়াম বিগ লোটাস নামেও পরিচিত। কারণ, এই স্টেডিয়ামটি বাইরে থেকে দেখলে পদ্ম ফুলের মতো লাগে। ২০১৮ সালে এখানে প্রাথমিকভাবে ফুটবল স্টেডিয়াম তৈরি হয়েছিল। সেখানেই এ বার হতে চলেছে এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান।
কবে হবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?
২৩ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
কোথায় হবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?
চিনের হানঝাউতে বসেছে এ বারের এশিয়ান গেমসের আসর। হানঝাউয়ের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
কখন হবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?
আগামিকাল, ২৩ সেপ্টেম্বর ভারতীয় সময় অনুসারে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিকেল ৫.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান?
SonyLiv অ্যাপ্লিকেশনে দেখা যাবে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া ভারতে টেলিভিশনে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে সোনি স্পোর্টস টেন ২ SD & HD, সোনি স্পোর্টস টেন ৩ SD & HD-তে।
২০১৮ সালে জাকার্তা গেমস থেকে ভারতে এসেছিল সর্বোচ্চ ৭০ পদক। এ বার তাই হানঝাউ থেকে ১০০ টি পদকের স্বপ্নপূরণ করতে চাইছেন ভারতীয় অ্যাথলিটরা। উল্লেখ্য, এ বারের এশিয়ান গেমসে সবচেয়ে বড় টিম পাঠিয়েছে ভারত। মোট ৬৫৫ জন অ্যাথলিট নামবেন হানঝাউ গেমসে। ফলে ১০০ পদকের প্রত্যাশা বেশ বেড়েছে।