AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023 Team India Medals Tally: বেলা শেষে জোড়া সোনা, ‘জাকার্তা’ থেকে মাত্র এক পদক দূরে

Asian Games 2023 Medals Table 3 October in Bengali: পারুলের ক্ষেত্রেও যেন এমনই মিল পাওয়া যায়। ৫০০০ মিটারে সোনা জেতেন পারুল। লাস্ট ল্যাপে দ্বিতীয় স্থানে দৌড়চ্ছিলেন। ফিনিশিং লাইনের কয়েক মিটার আগে হঠাৎই গতি বাড়ান। শেষ মুহূর্তে বাজিমাত। জাপানের প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সোনা জয় পারুলের। দিনের শুরুর দিকে পুরুষদের ক্যানয় ডাবলসে ১০০০মিটার ইভেন্টে ব্রোঞ্জ পায় ভারত। অর্জুন এবং সুনীল সিং জুটিতে পদক।

Asian Games 2023 Team India Medals Tally: বেলা শেষে জোড়া সোনা, 'জাকার্তা' থেকে মাত্র এক পদক দূরে
Image Credit: AFP
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 2:24 AM
Share

কলকাতা: একটা দিন কেটেছিল সোনা-হীন। সোমবার এশিয়ান গেমসে ভারতের অস্বস্তিকর দিন ছিল। মঙ্গলের বেলা শেষে অনবদ্য দুটি পারফরম্যান্স। দুটোতেই সোনার পদক। দুটি সোনাই এসেছে অ্যাথলেটিক্সে। জ্যাভলিনে সোনা জেতেন অন্নু রানি। তেমনই ৫ হাজার মিটারে সোনা পারুল চৌধুরির। সব মিলিয়ে এক দিনে ৯টি পদক। এর মধ্যে পারুলই জিতেছেন দুটি। ৫০০০ মিটারে সোনার পাশাপাশি ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপোর পদকও রয়েছে তাঁর। অন্নু এবং পারুলের সৌজন্যে এ বারের এশিয়াডে ভারতের সোনার পদকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫। জাকার্তা এশিয়ান গেমসে ১৬টি সোনা জিতেছিল ভারত। সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ার অপেক্ষা। তেমনই সার্বিক সংখ্যাতেও। গত এশিয়ান গেমসে ৭০টি পদক জিতেছিল ভারত। এ বার ইতিমধ্যেই ৬৯টি পদক ভারতের ঝুলিতে। হানঝাউ এশিয়াডে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য মঙ্গলবার কেমন গেল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হানঝাউতে পদক তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে ভারত। ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ ভারতের ঝুলিতে। মঙ্গলবার অবশ্য সোনার পদকের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। জ্যাভলিনে মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় অন্নু রানীর। অতীতে তিনটি ব্রোঞ্জ এসেছিল। এরপর চতুর্থ পদক ছিল অন্নুরই। ২০১৪ সালে ব্রোঞ্জ পেয়েছিলে। ২০১৮ জাকার্তা গেমসে অন্নু রানি ষষ্ঠ স্থানে শেষ করেন। এ বার প্রথম তিন প্রচেষ্টায় অনেকটাই পিছিয়ে ছিলেন অন্নু। চতুর্থ থ্রোয়ে মরসুমের সেরা পারফরম্যান্স। সোনার পদকও আসে সেই থ্রোয়েই।

পারুলের ক্ষেত্রেও যেন এমনই মিল পাওয়া যায়। ৫০০০ মিটারে সোনা জেতেন পারুল। লাস্ট ল্যাপে দ্বিতীয় স্থানে দৌড়চ্ছিলেন। ফিনিশিং লাইনের কয়েক মিটার আগে হঠাৎই গতি বাড়ান। শেষ মুহূর্তে বাজিমাত। জাপানের প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে সোনা জয় পারুলের। দিনের শুরুর দিকে পুরুষদের ক্যানয় ডাবলস ১০০০মিটার ইভেন্টে ব্রোঞ্জ পায় ভারত। অর্জুন এবং সুনীল সিং জুটিতে পদক। মেয়েদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয় প্রীতিকে।

শেষ বেলায় ডেকাথলনে রুপোর পদক তিজশ্বিন শঙ্করের। পুরুষদের ৮০০ মিটারে রুপো মহম্মদ আফজলেরও। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রভেল এবং মেয়েদের ৪০০মিটার হার্ডলসে বিদ্যা রামরাজের ব্রোঞ্জ। বুধবার শুরু হচ্ছে কুস্তির ইভেন্ট। পদকের সংখ্যা দ্রুত বাড়বে, বলাই যায়।