Asian Games 2023, Boxing: প্যারিস অলিম্পিক কোটা ও এশিয়াডে পদক নিশ্চিত লভলিনা-প্রীতির
Preeti Pawar, Asian Games: বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনের (Nikhat Zareen) পর এশিয়ান গেমস থেকে প্যারিস অলিম্পিকের (Paris Olympics) কোটা অর্জন করা দ্বিতীয় ভারতীয় বক্সার হলেন প্রীতি পাওয়ার।

হানঝাউ: বছর ১৯ এর ভারতীয় বক্সার প্রীতি পাওয়ার (Preeti Pawar) ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেলেন। শুধু তাই নয়, প্যারিস অলিম্পিকের কোটাও অর্জন করেছেন প্রীতি। কাজাখস্তানের বক্সার জাইনা শেকেরবেকোভাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রীতি। অবশ্য শুধু প্রীতি পাওয়ারই নন মেয়েদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা বক্সার লভলিনা বরগোহাইনও (Lovlina Borgohain)। তিনি পেয়েছেন অলিম্পিক কোটাও। একদিকে লভলিনা পদক নিশ্চিত করলেও ভারোত্তোলনে হতাশ করলেন টোকিও অলিম্পিকে রুপো পাওয়া মীরাবাঈ চানু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৯ বছরের প্রীতি এশিয়ান গেমসে বক্সিংয়ে মেয়েদের ৫৪ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের বক্সাকরে ৪-১ ব্যবধানে হারান। কাজাখস্তানের বক্সার জাইনা তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন। তাঁকে হারাতে খুব বেগ পেতে হয়নি প্রীতিকে। তিনি প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করা দ্বিতীয় ভারতীয় বক্সার হয়েছেন। অন্যদিকে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া লভলিনা বরগোহাইন প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। তিনি মেয়েদের বক্সিংয়ে ৭৫কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার সেওং সুয়েওনকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। একইসঙ্গে লভলিনাও পেয়েছেন প্যারিস অলিম্পিকের কোটা।
টোকিও অলিম্পিকে রুপো পাওয়া ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু মেয়েদের ৪৯ কেজি বিভাগে নেমেছিলেন। অবশ্য তিনি ১০০% ফিট ছিলেন না। ফলে তিনি শেষ করেন চার নম্বরে। এশিয়াডে তাঁর থেকে পদকের আশা ছিল। থাই ইনজুরি নিয়ে পারফর্ম করে চানু অবশ্য দেশকে পদক দিতে পারলেন না। স্ন্যাচে চানুর সেরা প্রয়াস ৮৩ কেজি। পরের দুটি প্রয়াসে ৮৬কেজি তোলার চেষ্টা করেন চানু, অবশ্য তা পারেননি। ক্লিন অ্যান্ড জার্কে চানুর সেরা প্রয়াস ১০৮ কেজি। পরের দুটি প্রয়াসে ১১৭ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় তা তুলতে ব্যর্থ হন চানু। মোট ১৯১ কেজি তুলে চতুর্থ স্থানে করলেন তিনি।
আপাতত এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতে এসেছে দুটি পদক। টেনিসে মিক্সড ডাবলসে এসেছে একটি সোনা এবং শুটিংয়ে মিক্সড ডাবলসে এসেছে একটি রুপো। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৩৫। তাতে রয়েছে ৯টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ।
