Paris Olympics 2024 : দুর্নীতির শিকড় খুঁজতে… প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে হানা পুলিশের

অলিম্পিক আয়োজন ঘিরে এখন থেকেই সেজে উঠেছে প্যারিসের ইতিউতি। ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অবধি প্যারিস অলিম্পিক হওয়ার কথা। এই পরিস্থিতিতে প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) সদর দফতরে হাজির হল ফ্রান্সের পুলিশ। কিন্তু কেন?

Paris Olympics 2024 : দুর্নীতির শিকড় খুঁজতে... প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে হানা পুলিশের
দুর্নীতির শিকড় খুঁজতে... প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে হানা পুলিশেরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 4:45 PM

প্যারিস : ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হবে ২০২৪ সালে। তার আগে প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে চলল পুলিশি হানা। অলিম্পিক আয়োজন ঘিরে এখন থেকেই সেজে উঠেছে প্যারিসের ইতিউতি। ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অবধি প্যারিস অলিম্পিক হওয়ার কথা। এই পরিস্থিতিতে প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) সদর দফতরে হাজির হল ফ্রান্সের পুলিশ। কিন্তু কেন? আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ উঠেছে। দ্য ন্যাশানাল ফাইনান্সিয়াল প্রোসিকিউটর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০ জুন মঙ্গলবার প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে পুলিশি হানার খবর সত্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, আগামী বছরের প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের খেলার অনুমতি দিলে এই মেগা ইভেন্ট বয়কট করতে পারে ৪০টি দেশ। এই পরিস্থিতিতে প্যারিস অলিম্পিকের হেড কোয়ার্টারে পুলিশি হানা আরও যেন চাপ বাড়াল। মূলত ২টি অভিযোগ রয়েছে। ২০১৭ সালে প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল। একাধিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আর্থিক তছরূপের পাশাপাশি একাধিক দুর্নীতি ও স্বজনপোষণের গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে।

ফুটবল, রাগবি, জিমন্যাস্টিক্স এবং টেনিসের মতো একাধিক খেলার সঙ্গে যুক্ত কর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। অলিম্পিক ও প্যারালিম্পিকের পরিকাঠামোর বিষয় দেখছে যে কোম্পানি, প্যারিসে তাদের অফিসেই তল্লাশি অভিযান চালিয়েছে ফ্রান্সের পুলিশ। ২০২২ সালেই ফ্রান্সের অ্যান্টি কোরাপশন এজেন্সির তরফে একটি অডিট করা হয়েছিল। সেখানে আর্থিক বিভাগে বেশ কিছু ফাঁক ফোকর পাওয়া গিয়েছিল। এই নিয়েই এ বার তদন্তে গতি আনতে উঠে পড়ে লেগেছে দ্য ন্যাশানাল ফাইনান্সিয়াল প্রোসিকিউটর অফিস (পিএনএফ)। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্যারিস ২০২৪ তদন্ত কমিটিকে সব বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করার অঙ্গীকার করছে। এই মুহূর্তে এর বাইরে আমাদের আর কোনও কিছুই বলার নেই।’