AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023, HS Prannoy: কোমরের চোটকে হারিয়ে ৪১ বছর পর পদক, গেঞ্জি ওড়ালেন, কোমর দোলালেন প্রণয়

দু'বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রণয়। এই মুহূর্তে ভারতের সেরা সিঙ্গলস শাটলার তিনিই। তাঁকে ঘিরে এশিয়ান গেমসে প্রত্যাশাও ছিল। পিভি সিন্ধু হেরে গিয়েছেন তাঁর সিঙ্গলসে। প্রণয়ই ছিলেন পদকের ভরসা। সেই আস্থা রেখেওছেন তিনি। চোট থাকা সত্ত্বেও তাঁর এই জয় অনেক দিন মনে রাখবে খেলার দুনিয়া।

Asian Games 2023, HS Prannoy: কোমরের চোটকে হারিয়ে ৪১ বছর পর পদক, গেঞ্জি ওড়ালেন, কোমর দোলালেন প্রণয়
কোমরের চোটকে হারিয়ে ৪১ বছর পর পদক, গেঞ্জি ওড়ালেন, কোমর দোলালেন প্রণয়
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:31 PM
Share

হানঝাউ: পিঠের চোটের জন্য টিম ইভেন্টের ফাইনালে খেলতে পারেননি তারকা শাটলার। ভারত আর সোনা জিততে পারেনি। ব্যক্তিগত ইভেন্টে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়েও ছিল প্রশ্ন। কোর্টে ফিরেছেন স্বস্তি দিয়ে। সেই তিনিই যে চোট এবং প্রতিপক্ষকে হারিয়ে ৪১ বছর পর এশিয়ান গেমসে ছেলেদের ব্যাডমিন্টন থেকে পদকের খোঁজ দেবেন, কে জানত। বিশ্বের সাত নম্বর শাটলার এইচএস প্রণয় (HS Prannoy) ছেলেদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠে পড়েছেন। ৭৮ মিনিটের ম্যাচে হারিয়েছেন মালয়েশিয়ার লি জি-কে। শেষ চারে উঠে গেঞ্জি খুলে যখন ওড়াচ্ছিলেন, তখন দেখা যাচ্ছিল কোমরে লাগানো লিউকোপ্লাস্ট। কেরালার ছেলের সাফল্যের নাচ মন জিতে নিয়েছেন তামাম ভারতের। TV9Bangla Sports এ বিস্তারিত।

প্রথম গেমটা ২১-১৬ জিতেছিলেন প্রণয়। লি তাঁকে চাপে রেখেছিলেন। কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজটা সেরেছিলেন প্রথম গেমে। কিন্তু দ্বিতীয় গেমে আর ধরে রাখতে পারেননি লি-কে। মালয়েশিয়ান শাটলার ২৩-২১ জিতে নেন দ্বিতীয় গেমটা। ১-১ হওয়ার পর ম্যাচ যেন আরও আকর্ষণীয় হয়ে গিয়েছিল। কিন্তু কোমরের চোটের কারণে মেডিকেল ট্রিটমেন্টও নিতে হয়েছে তাঁকে। দুই প্রতিদ্বন্দ্বী যেন মুখিয়ে ছিলেন ম্যাচ জেতার জন্য। তৃতীয় গেমটা আরও উত্তেজক পর্যায়ে চলে গিয়েছিল। ৩১ বছরের ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার এক সময় হারছিলেন গেমটা। ২০-১৮তে এগিয়ে ছিলেন লি। সেখান থেকে পর পর দুটো পয়েন্ট নিয়ে ম্যাচে ফেরেন। ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় চালিয়ে যান ব়্যালি। ডানদিকে পর পর দুটো স্ম্যাশ করে শেষ পর্যন্ত ছিনিয়ে নেন ম্যাচ। তার পরই গেঞ্জি খুলে উড়িয়েছেন। কোমর দুলিয়েছেন মিউজিকের ছন্দে।

দু’বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রণয়। এই মুহূর্তে ভারতের সেরা সিঙ্গলস শাটলার তিনিই। তাঁকে ঘিরে এশিয়ান গেমসে প্রত্যাশাও ছিল। পিভি সিন্ধু হেরে গিয়েছেন তাঁর সিঙ্গলসে। প্রণয়ই ছিলেন পদকের ভরসা। সেই আস্থা রেখেওছেন তিনি। চোট থাকা সত্ত্বেও তাঁর এই জয় অনেক দিন মনে রাখবে খেলার দুনিয়া।