Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hockey World Cup 2023: কোয়ার্টারের টিকিট পাবে ভারত? ওয়েলসের বিরুদ্ধে আজ ফেভারিট হরমনপ্রীতরা

১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারি ভারতের জন্য গলা ফাটাবে। তবে এরই মাঝে একটাই দুঃশ্চিন্তা। হার্দিক সিংয়ের চোট।

Hockey World Cup 2023: কোয়ার্টারের টিকিট পাবে ভারত? ওয়েলসের বিরুদ্ধে আজ ফেভারিট হরমনপ্রীতরা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 8:15 AM

ভুবনেশ্বর: গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচ রৌরকেল্লায় খেলে ভুবনেশ্বরে ফিরছে টিম ইন্ডিয়া (India vs Wales)। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ হকি বিশ্বকাপে আয়োজক ভারত বনাম ওয়েলস। পুল ডি-র শেষ ম্যাচ। আগের দুটি ম্যাচের একটিতে জয়ী ও একটি ড্র করেছে ভারত। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হলে ওয়েলসকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। হকি বিশ্বকাপে ডেবিউ হয়েছে ওয়েলসের। তাই নিঃসন্দেহে ওয়েলসের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে ফেভারিট নীল জার্সি ধারীরা (Hockey World Cup 2023)। দুটো দলের মধ্যে ব়্যাঙ্কিং, অভিজ্ঞতা, প্রত্যাশা, সমর্থন- সব দিক থেকেই বড়সড় গ্যাপ রয়েছে। ১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারি ভারতের জন্য গলা ফাটাবে। তবে এরই মাঝে একটাই দুঃশ্চিন্তা। হার্দিক সিংয়ের চোট। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের রক্ষণভাগের পারফরম্য়ান্স বেশ ভালো। সেই ফলাফল থেকে আত্মতৃপ্ত না হয়ে ওয়েলসের বিরুদ্ধে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। শামশের সিং, অভিষেক, সুখজিৎ সিং এবং মনদীপ সিং-এর ভারতীয় ফরোয়ার্ড লাইন সুযোগ খুঁজবেন। যদিও তা সহজ হবে না। পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তর করার ব্যর্থতা ভারতীয়দের জন্য উদ্বেগের। অ্যাটাকিং মিডফিল্ডার হার্দিক সিংয়ের চোট দুশ্চিন্তায় রেখেছে ভারতকে। তবে এমআরআই রিপোর্ট বলছে, চোট গুরুতর নয়। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি। তা সত্ত্বেও ওয়েলসের বিরুদ্ধে খেলতে পারবেন না দুরন্ত ছন্দে থাকা হার্দিক। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পাওয়া হার্দিক মাঠে নামতে পারবেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে। অবশ্যই ভারত যদি কোয়ার্টার ফাইনালের জন্য যোগত্য অর্জন করে তখনই।

নিজেদের ম্যাচে জয় ছাড়া পুল ডি-র অন্য ম্যাচে যদি ইংল্যান্ডকে হারায় স্পেন তাহলে ভারতের জন্য সেটি হবে বড় অ্যাডভান্টেজ। এতে পুল-ডি তে এক লাফে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে স্পেন। তাহলে আর গোল ব্যবধানের কথা মাথায় রেখে চলতে হবে না ভারতকে। শুধুমাত্র ওয়েলসের বিরুদ্ধে ম্যাচটা জিতলেই কেল্লাফতে। টুর্নামেন্টে স্পেন একটি ম্যাচে জিতেছে। যদিও তারুণ্যে ভরা আত্মবিশ্বাসে ভরপুর দলটি ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ দিতে তৈরি। পুল-ডির দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, প্রথমে ইংল্যান্ড। দুই দলেরই পয়েন্ট ৪। গোল পার্থক্যে এগিয়ে ইংরেজরা। বৃহস্পতিবার ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে হেরে গেলে ভারত দুশ্চিন্তামুক্ত হয়ে ওয়েলসের বিরুদ্ধে নামতে পারবে। কিন্তু ইংল্যান্ড জিতে গেলে ভারতকে ওয়েলসের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কোন টিম কোয়ার্টারের টিকিট পাবে তা গোল ব্যবধানে নিরিখে নিশ্চিত হবে।

ভারত ও ওয়েলস ম্যাচ শুরু সন্ধ্যা ৭ টা থেকে