Archery World Championships: চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা দল
Indian Women's compound team: রিকার্ভ ইভেন্টে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল। যদিও সাফল্য এল না। পুরুষ ও মহিলা টিম রিকার্ভ ইভেন্টের কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়।
বার্লিনে বাহাদুরি। তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মহিলা দল। কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে উঠল তারা। তাও আবার চ্যাম্পিয়ন কলম্বিয়াকে হারিয়ে। ভারতীয় দলে রয়েছেন জ্যোতি সুরেখা ভেনম, পরণীত কৌর এবং অদিতি স্বামী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলম্বিয়াকে তাঁরা হারাল ২২০-২১৬ ব্যবধানে। যদিও কম্পাউন্ড ইভেন্টে ভারতীয় পুরুষ দল এবং মিক্সড টিম ইভেন্টে হতাশা। যথাক্রমে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে এই দুটি ইভেন্টে বিদায় নিল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
পুরুষদের বিভাগের কোয়ার্টার ফাইনালে অভিষেক ভার্মা, ওজস দেওতালে, প্রথমেশ জয়কার ২৩০-২৩৫ ব্যবধানে হারে নেদারল্যান্ডসের কাছে। মিক্সড টিম ইভেন্টে অনবদ্য লড়াই করে ভারত। যদিও ম্যাচ শেষে হতাশা। দেওতালে এবং জ্যোতি সুরেখা জুটি হারে মাত্র ১৫৩-১৫৪ ব্যবধানে।
রিকার্ভ ইভেন্টে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল। যদিও সাফল্য এল না। পুরুষ ও মহিলা টিম রিকার্ভ ইভেন্টের কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়। পুরুষদের রিকার্ভ ইভেন্টে কোরিয়ার কাছে ১-৫ ব্যবধানে হার ভারতের। মেয়েদের রিকার্ভ টিম নেদারল্যান্ডসের কাছে হারে ২-৬ ব্যবধানে।
INDIA to the finals! ??? Will it be gold against Mexico for the world title?#WorldArchery #archery pic.twitter.com/Ejap5xQAVC
— World Archery (@worldarchery) August 2, 2023
দিনের শুরুতে নানা ধাক্কা খেলেও উজ্জ্বল পারফরম্যান্স মহিলাদের কম্পাউন্ড টিমের। কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় অনেক বেশি আত্মবিশ্বাস পেল তিরন্দাজ টিম। এই টুর্নামেন্ট থেকে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে ব্যক্তিগত ইভেন্টেও।