Asian Games 2023, Shooting: অল্পের জন্য সোনা হাতছাড়া, স্কিট শুটিংয়ে রুপো অনন্তজিতের

Asian Games: এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। দুপুরে পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)।

Asian Games 2023, Shooting: অল্পের জন্য সোনা হাতছাড়া, স্কিট শুটিংয়ে রুপো অনন্তজিতের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 9:20 PM

হানঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০র টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন অনন্তজিৎ সিং নারুকা, গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। এ বার পুরুষদের স্কিট শুটিংয়ের (Shooting) ব্যাক্তিগত বিভাগ থেকে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। অল্পের জন্য সোনা হাতছাড়া হল তাঁর। তারপরও রেকর্ড গড়েছেন অনন্তজিৎ। এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম রুপো পেলেন অনন্তজিৎ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ১২ নম্বর পদক পেলেন ভারতীয় শুটাররা। সবমিলিয়ে ভারতে এল ২২তম পদক। পুরুষদের স্কিট ইভেন্টে সোনা জিতেছেন কুয়েতের ৬০ বছর বয়সী আবদুল্লাহ আল-রশিদি। তিনি ৬০ স্কোর করেন। ভারতের অনন্তজিৎ স্কোর করেন ৫৮। এই ইভেন্টে ৪৬ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন কাতারের নাসের আল-আত্তিয়া।

আজ, বুধবার সকাল সকাল মহিলাদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্টে সোনা জেতেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তারপর মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে টিম ইভেন্টে রুপো পান ভারতের অশি চৌকসে, মানিনি কৌশিক ও সিফট কৌর সাম্রা। এরপর ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনের ব্যক্তিগত ইভেন্টে সিফট সোনা জেতেন এবং ব্রোঞ্জ পান অশি। এই ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করেন মানু।

সবমিলিয়ে এ বারের এশিয়ান গেমসে দারুণ পারফর্ম করছেন ভারতীয় শুটাররা। টোকিও অলিম্পিকে ভারতের শুটারদের ব্যর্থতা যেন এর ফলে কোথাও একটু ঢাকল। একইসঙ্গে প্যারিস অলিম্পিকে শুটিং থেকে পদকের আশা আরও বাড়িয়ে দিলেন মানু-এষারা।