Graham Reid: দলের হার নিয়ে নীরবতা ভাঙলেন ভারতের হকি কোচ
Hockey: এ বার গ্রাহাম রেডের প্রশিক্ষনে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিল হরমনপ্রীত, শ্রীজেসরা। টোকিও অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ জেতাই দলের প্রতি ভরসা জুগিয়েছিল।

রৌরকেল্লা : দীর্ঘ ৪৭ বছরের খরা পার করতে হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) অংশ নিয়েছিল ভারত। সেই শেষ ১৯৭৫ সাল। কুয়ালালামপুরে হকি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই শুরু সেই শেষ! আর হকি বিশ্বকাপ আসেনি ভারতে। এ বার গ্রাহাম রিডের (Graham Reid) প্রশিক্ষণে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিলেন হরমনপ্রীত, শ্রীজেশরা। টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) ভারতের ব্রোঞ্জ জেতাই দলের প্রতি ভরসা জুগিয়েছিল। তবে শুরুটা ভাল হলেও শেষ রক্ষা হল না। ঘরের মাঠের সমর্থকরা দলকে তাতালেও মাঠের লড়াইয়ে জয় হল না। নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপে বিদায় হয়েছে ভারতের। দলের হারে কী বলছেন কোচ গ্রাহাম রিড? তুলে ধরল TV9 Bangla।
এ বারের হকি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। ওড়িশার দুই শহর ভুবনেশ্বর ও রৌরকেল্লা মিলিয়ে চলছে টুর্নামেন্ট। ঘরের মাঠে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্নে ইতি ঘটল ভারতের। নিউজিল্যান্ডের সামনে কাজ করেনি কোচ গ্রাহাম রিডের পরিকল্পনা। এই হারের পিছনে পেনাল্টি কর্ণার পাওয়ার পরও সেটাকে কাজে লাগাতে না পারাকেই দায়ী করছেন দলের কোচ রেড। সব মিলিয়ে ১১টি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। যার মধ্যে মাত্র ২টিকে গোলে পরিণত করতে পেরেছে ভারত। দলের ভবিষ্যৎ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” দলের মূল ফোকাস এখন পরবর্তী প্লেসপেন্ট ম্যাচ। আমরা ফেব্রুয়ারি ও মার্চে, জার্মানি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রো-লিগ খেলতে আবার রৌরকেল্লা আসব।”
এ বারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ। যতটা সম্ভব ভালো জায়গায় থাকাই লক্ষ্য। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, চাপে পড়েই কী হাত ছাড়া হয়েছে বিশ্বকাপ? এই প্রশ্নের উত্তরে হরমনপ্রীতদের কোচ বলেন, ”খেলাতে চাপ, আশা সবই থাকে। তবে আমরা ভুল করেছি, যেগুলো সাধারণত আমরা করি না। পরবর্তী টুর্নামেন্টের আগে এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য নিজেদের মধ্যে কথাবার্তা বলব।” দল নির্বাচন সম্পর্কে তাঁর থেকে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন, এখনও দু’টি ম্যাচ বাকি তাই এই বিষয়ে তিনি একটিও মন্তব্য করবেন না। দীর্ঘ ৪৮ বছর অপেক্ষার পরও বিশ্বকাপের ট্রফি উঠল না ভারতের হাতে। কবে হাসবে ভারতীয় হকি দল সে ব্যাপারেও সন্ধীহান রেড।





