Paris 2024, Mehuli Ghosh: প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন বাংলার মেহুলির

Paris Olympic 2024: স্বপ্নপূরণের পথে এক ধাপ এগলেন বাংলার শুটার মেহুলি ঘোষ। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন মেহুলি।

Paris 2024, Mehuli Ghosh: প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন বাংলার মেহুলির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 10:23 PM

স্বপ্নপূরণের পথে এক ধাপ এগলেন বাংলার শুটার মেহুলি ঘোষ। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন মেহুলি। ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি করে সোনা এবং ব্রোঞ্জ পদকে ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন তিনি। আজারবাইজানের বাকুতে হল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এ দিন ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদকের সঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত হয় মেহুলির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজারবাইজানে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৯.৮ স্কোরে তৃতীয় হন মেহুলি। একই ইভেন্টে ভারতের আর এক প্রতিযোগী তিলোত্তমা সেন ২০৮.৪ পয়েন্টে চতুর্থ হন। অলিম্পিকের যোগ্যতা অর্জনের ইভেন্ট এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেও তাঁর অংশ গ্রহণ নির্ভর করবে ভারতীয় অলিম্পিক কমিটির ছাড়পত্রের ওপর। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্য পাওয়ায় তাঁকে প্যারিস অলিম্পিকে দেখা যাবে, এমনটাই প্রত্যাশিত।

মেহুলির পারফরম্যান্সে উচ্ছ্বসিত অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। অলিম্পিকের আসরে ব্যক্তিগত ইভেন্টে ভারতকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রাই। সোশ্যাল মিডিয়ায় মেহুলির জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিন্দ্রা।

সাইয়ের টার্গেট অলিম্পিক পোডিয়াম (TOP) স্কিমে রয়েছেন মেহুলি। সাই মিডিয়ার পাঠানো একটি ভিডিয়ো বার্তায় মেহুলি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক এবং অলিম্পিকের যোগ্যতা অর্জন করে খুবই ভালো লাগছে। জাতীয় রাইফেল সংস্থা, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং প্রত্যেককে ধন্যবাদ এ ভাবে আমার ওপর ভরসা রাখার জন্য। চেষ্টা করব, আরও পদক জিতে আগামীতে আপনাদের গর্বিত করার।’