AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lovlina Borgohain: অসমের লভলিনার কামাল, বিশ্ব মিটে সোনা অলিম্পিক মেডেলিস্টের

দ্বিতীয় বার একইবছরে বিশ্ব বক্সিং থেকে একাধিক সোনার পদক জিতল ভারত। শেষবার এমন ফলাফল দেখা গিয়েছিল ২০০৬ সালে।

Lovlina Borgohain: অসমের লভলিনার কামাল, বিশ্ব মিটে সোনা অলিম্পিক মেডেলিস্টের
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 8:53 PM
Share

নয়াদিল্লি: চারে চার। নয়াদিল্লিতে চলতি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (Women’s World Boxing Championship) ভারতের ঝুলিতে এল চারটি সোনার পদক। নিজ নিজ বিভাগের ফাইনালে পা রেখেছিলেন নীতু গংঘাস, সুইটি বুরা, নিখাত জারিন এবং লভলিনা বরগোহাইন। নীতু ও সুইটি গতকালই সোনা জিতেছিলেন। আজ, রবিবার সোনার পদকের লক্ষ্যে নামেন নিখাত এবং লভলিনা (Lovlina Borgohain)। নিখাতের সোনা জয়ের পর সব ফোকাস ছিল লভলিনার উপর। প্রত্যাশার মান রাখলেন অসমের বক্সার। টোকিয়ো অলিম্পিক মেডেলিস্ট লভলিনা জিতলেন তাঁর তৃতীয় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ মেডেল। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ভারতীয় বক্সারের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কার। ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন তিনি। বিস্তারিত TV9 Banglaর এই প্রতিবেদনে।

২০১৮ সালে প্রথম বার বিশ্ব বক্সিংয়ে পদক পান লভলিনা। পরের বছরও পদক আসে তাঁর ঝুলিতে। যদিও দুটো পদকই ছিল ব্রোঞ্জ। ৭৫ কেজি বিভাগে রবিবার পদকের রং বদলানোর জন্য নেমেছিলেন লভলিনা। তিনবছর পর ফের বিশ্ব মিটে পদক জিতলেন দু’বারের কমনওয়েলথ গেমস মেডেলিস্ট ক্যাটলিন পার্কারকে হারিয়ে। এই নিয়ে দ্বিতীয় বার একইবছরে বিশ্ব বক্সিং থেকে একাধিক সোনার পদক জিতল ভারত। শেষবার এমন ফলাফল দেখা গিয়েছিল ২০০৬ সালে। মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসি নিজ নিজ ওজনের বিভাগে সোনার পদক জিতেছিলেন।

গতকালই বিশ্ব বক্সিং থেকে জোড়া সোনা এসেছিল ভারতের ঝুলিতে। ৪৮ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন ২২ বছরের নীতু গংঘাস। কয়েক ঘণ্টার ফারাকে ৮১ কেজি বিভাগে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সুইটি বুরা। দু’জনই হরিয়ানার বক্সার। ৩০ বছরের সুইটির এটি দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল। ২০১৪ সালে রুপোর পদক জিতেছিলেন তিনি। আজ নিখাত জারিন সোনা জয়ের ঘণ্টাখানেকের মধ্যে স্বর্ণপদক জয় লভলিনার। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১৪তম সোনা। তাঁর আগে বিশ্ব মিটে ছ’বার সোনা জিতেছেন ভারতের কিংবদন্তি বক্সার মেরি কম। এ ছাড়া এই টুর্নামেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন সরিতা দেবী (২০০৬), জেনি আরএল (২০০৬), লেখা কেসি (২০০৬) এবং নিখাত জারিন (২০২২)।