Naomi Osaka: চার মাস পর কোর্টে ফিরে জয় পেলেন ওসাকা
চলতি মরসুমে প্রথম ম্যাচ জিতলেও খুব একটা ছন্দে নেই ওসাকা। বেশ কিছু ভুলত্রুটি দেখা গিয়েছে তাঁর খেলায়। যে কারণে অ্যালিজ় দ্বিতীয় সেটটা জেতেন। শেষ পর্যন্ত ম্যাচটা পকেটে পুরেছেন ওসাকাই। ছন্দে না থাকলেও তা নিয়ে অবশ্য খুব বেশি ভাবতে নারাজ জাপানি প্লেয়ার।
মেলবোর্ন: চার মাস পর কোর্টে ফিরে জয়ের মুখ দেখলেন নাওমি ওসাকা (Naomi Osaka)। গত বছর সেপ্টেম্বরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে লায়লা ফের্নান্ডেজের কাছে হারের পর কোর্ট থেকে সাময়িক সরে গিয়েছিলেন। জাপানি টেনিস প্লেয়ারকে নিয়ে তখন থেকেই কথা উঠতে শুরু করেছিল। মানসিক স্বাস্থ্যের ইস্যুতে কোর্ট থেকে সরে থাকার সিদ্ধান্তে সায় দিয়েছিল টেনিস দুনিয়া। সেই ওসাকা মেলবোর্নের সামার টুর্নামেন্টে ৬-৪, ৩-৬, ৬-৩ হারালেন অ্যালিজ় কর্নেটকে।
Melbourne mood ?@naomiosaka • #MelbourneTennis pic.twitter.com/RCQP8cEA5p
— #AusOpen (@AustralianOpen) January 4, 2022
চলতি মরসুমে প্রথম ম্যাচ জিতলেও খুব একটা ছন্দে নেই ওসাকা। বেশ কিছু ভুলত্রুটি দেখা গিয়েছে তাঁর খেলায়। যে কারণে অ্যালিজ় দ্বিতীয় সেটটা জেতেন। শেষ পর্যন্ত ম্যাচটা পকেটে পুরেছেন ওসাকাই। ছন্দে না থাকলেও তা নিয়ে অবশ্য খুব বেশি ভাবতে নারাজ জাপানি প্লেয়ার। বলেছেন, ‘প্রচুর ভুল করেছি। জানতাম, এমন অনেক ভুল হবে। অনেক দিন পর ম্যাচ খেলতে নেমেছিলাম। যে কারণে কিছুটা নার্ভাসও ছিলাম।’
মাস চারেক আগে ওসাকাকে নিয়ে তীব্র আলোচনা ছিল টেনিস দুনিয়ায়। ইউএস ওপেনের পর বলেছিলেন, নিজেকে সে ভাবে মোটিভেট করতে পারছেন না। এমনকি, কোনও ম্যাচ জিতলে আনন্দও পাচ্ছেন না। টেনিস কেরিয়ারে অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল তাঁর। যেখান থেকে বেরিয়ে আসতে না পেরেই সাময়িক ছুটি নিয়েছিলেন। এতটাই ভেঙে পড়েছিলেন ওই সময়, কবে ওসাকা টেনিসে ফিরবেন, তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। সে সব দূরে সরিয়ে মেয়েদের টেনিসের অন্যতম তারকা ফিরলেন টেনিসে। অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে তাঁর ফিরে আসায় উচ্ছ্বসিত টেনিসমহল।
ওসাকা বলেছেন, ‘আমি ভেবেছিলাম, এই বছরের অধিকাংশ সময় খেলতে পারব না। ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর আমি বলেছিলাম, আবার কবে ফিরতে পারব, তা আমি নিজেও জানি না। নিজেকে আবার কোর্টে দেখতে পেয়ে ভালো লাগছে।’
টেনিস থেকে সরে যাওয়ার পর কী ভেবেছিলেন? ওসাকা বলেছেন, ‘নিজের ভবিষ্যত্ যে কী হতে চলেছে, সেটাই বুঝতে পারছিলাম না। তিন বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেছি। কোনও দিন আমি টেনিস থেকে ছুটি নিইনি। কারণ খেলাটাকে ভালোবাসতাম।’
আরও পড়ুন: NZ vs Ban: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের দোরগোড়ায় বাংলাদেশ