Novak Djokovic: মেদভেদেভকে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জয় জকোভিচের, ছুঁলেন মার্গারেটকে
US Open 2023: ৩৬ এর নোভাক জকোভিচের (Novak Djokovic) জয়ের খিদে যে এখনও মেটেনি তা আরও এক বার প্রমাণিত হল। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল চলল ১ ঘণ্টা ৪৪ মিনিট। দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।
নিউ ইয়র্ক: ‘মধুরেণ সমাপয়েৎ’ কে-না চায়! অর্থাৎ কোনও কিছুর সমাপ্তি সুন্দর হওয়া বাঞ্ছনীয়। ঠিক যেমনটা ফ্লাশিং মিডোয় করলেন জোকার। একেই বলে মধুর প্রতিশোধ। একুশের বদলা পূর্ণ হল তেইশে… ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। সেই ম্যাচ জিতলে জোকার এক কীর্তি গড়তেন। এক মরসুমে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের বিরল নজিরে নাম লেখাতেন জোকার। তা অবশ্য হয়নি। রাশিয়ান টেনিস তারকা সে বার জকোভিচকে হারিয়েছিলেন। বছর দু’য়েক পর যেন সেই হারের বদলা নিলেন জকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এ বারের ইউএস ওপেনের (US Open 2023) ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম হাতে তুলে নিলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ। একইসঙ্গে জকোভিচ স্পর্শ করেছেন মার্গারেট কোর্টকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
৩৬ এর নোভাক জকোভিচের জয়ের খিদে যে এখনও মেটেনি, তা আরও এক বার প্রমাণিত হল। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল চলল ১ ঘণ্টা ৪৪ মিনিট। তাতে দানিল মেদভেদেভকে হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম সেট থেকেই দাপট দেখান জকোভিচ। মুখিয়ে ছিলেন ২৪তম গ্র্যান্ড স্লামের জন্য। তাই প্রথম সেটের শুরুতেই রুশ তারকার সার্ভিস ব্রেক করেন নোভাক। এবং ওই সেট তিনি জেতেন ৬-৩ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবং দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। দ্বিতীয় সেটের সময় জকোভিচের পায়ে টানও লাগে। কিন্তু তা অবশ্য তাঁকে আটকাতে পারেনি। এই সেটে ৩১ শটের লম্বা ব়্যালি খেলেন জকোভিচ ও মেদভেদেভ। শেষ অবধি অবশ্য হাসি ফোটে জোকারের মুখে। দ্বিতীয় সেট ৭-৬ (৭-৫) জেতেন সার্বিয়ান তারকা।
A reversal of fortune from 2021. pic.twitter.com/fpqUh9xivQ
— US Open Tennis (@usopen) September 11, 2023
পরপর ২টো সেট খুইয়ে ফেলার পরও, তৃতীয় সেটে মেদভেদেভ আপ্রাণ চেষ্টা করছিলেন জকোভিচকে হারানোর। কিন্তু মেদভেদেভের শত চেষ্টার পরও তৃতীয় সেটে জকোভিচ জেতেন ৬-৩ ব্যবধানে। এবং একইসঙ্গে জকোভিচের ঝুলিতে আসে ২৪তম গ্র্যান্ড স্লাম।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জকোভিচ আরও তীক্ষ্ণ হচ্ছেন। এ বছর তিনি তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন। বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে পুরুষ ও মহিলা টেনিস প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়া মার্গারেট কোর্টকে স্পর্শ করেছেন জকোভিচ। পরের মরসুমে জকোভিচ তাঁকেও টপকে জেতেই পারেন।