India Open: ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু-লক্ষ্য

মেয়েদের সিঙ্গলসে স্ট্রেট গেমে অস্মিতা চলিহাকে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করেছেন সিন্ধু। অন্যদিকে এইচ এস প্রণয়কে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লক্ষ্য।

India Open: ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু-লক্ষ্য
India Open: ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে সিন্ধু-লক্ষ্য (ছবি-টুইটার)

নয়াদিল্লি: দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) পৌঁছে গেলেন ইন্ডিয়া ওপেনের (India Open) সেমিফাইনালে। নতুন বছরের শুরুটা ভালোই চলছে সিন্ধুর। টুর্নামেন্টের শীর্ষবাছাই সিন্ধুর পাশাপাশি, শেষ চারে পৌঁছে গিয়েছেন বিশ্ব মিটে ব্রোঞ্জ পাওয়া লক্ষ্য সেনও (Lakshya Sen)। মেয়েদের সিঙ্গলসে স্ট্রেট গেমে অস্মিতা চলিহাকে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করেছেন সিন্ধু। অন্যদিকে এইচ এস প্রণয়কে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লক্ষ্য।

নতুন বছরে বেশ ছন্দে রয়েছেন সিন্ধু। মেয়েদের সিঙ্গলসে সিন্ধু মাত্র ৩৬ মিনিটে ২১-৭, ২১-৯, ২১-৪ ফলাফলে অস্মিতাকে হারিয়েছেন। সিন্ধুর কোয়ার্টার ফাইনালের লড়াইটা সহজ হলেও, অন্যদিকে লক্ষ্যকে শেষ চারের টিকিটের জন্য বেশ লড়তে হয়েছে প্রণয়ের বিরুদ্ধে। খেলার ফল ১৪-২১, ২১-৯, ২১-১৪ শেষ পর্যন্ত লক্ষ্যর পক্ষে।

সেমিফাইনালে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই থাই শাটলার সুপানিদা কাতেথংয়ের বিরুদ্ধে নামবেন সিন্ধু। পাশাপাশি ছেলেদের সিঙ্গলসের সেমিতে টুর্নামেন্টের তৃতীয় বাছাই লক্ষ্য নামবেন মালয়েশিয়ার এনজি তিজে ইয়াং এবং আয়ারল্যান্ডের নহাত গুয়েনের মধ্যে হওয়া ম্যাচের জয়ীর বিরুদ্ধে। মেয়েদের অপর সেমিফাইনালে মুখোমুখি হলেন আকার্ষি কাশ্যপ এবং টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই বুসানান ওংবাংরুংফান।

আরও পড়ুন: PV Sindhu: ছক বদলে নতুন অস্ত্র নিয়ে নামছেন সিন্ধু

Click on your DTH Provider to Add TV9 Bangla