PV Sindhu: অন্ধকার থেকে আলোয় ফিরতে প্রকাশ-শরণে সিন্ধু!
সিন্ধুর খারাপ ফর্ম যেন শেষই হচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। কিন্তু পরের রাউন্ডে নোজোমি ওকুহারার কাছে হেরে ছিটকে গিয়েছিলেন তিনি। পর পরই ছিল চিনা ওপেন। সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিন্ধু। যাতে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে পারেন। নিজের ফর্ম নিয়ে কম চিন্তায় নেই সিন্ধু।
নয়াদিল্লি: চলতি বছর মাত্র একটা টুর্নামেন্টেই ফাইনালে উঠতে পেরেছিলেন তিনি। তাতে হারতে হয়েছে। আর বাকি টুর্নামেন্টে? শুধু ব্যর্থতার খতিয়ান। ধারাবাহিক ব্যর্থতা কাটাতে আবার প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) কাছে ফিরতে চলেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। সামনেই এশিয়ান গেমস (Asian Games 2023)। আগামী বছর অলিম্পিক। এই দুই মেগা টুর্নামেন্টে যাতে পারফর্ম করতে পারেন, সে দিকেই ফোকাস করছেন ভারতীয় শাটলার। TVBangla Sports এ বিস্তারিত।
সিন্ধুর খারাপ ফর্ম যেন শেষই হচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। কিন্তু পরের রাউন্ডে নোজোমি ওকুহারার কাছে হেরে ছিটকে গিয়েছিলেন তিনি। পর পরই ছিল চিনা ওপেন। সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিন্ধু। যাতে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে পারেন। নিজের ফর্ম নিয়ে কম চিন্তায় নেই সিন্ধু। ফিটনেস, স্ট্র্যাটেজি নাকি অন্য কিছু তাঁকে সমস্যা ফেলছে, বুঝতে উঠতে পারছেন না। সেই কারণেই প্রকাশ পাড়ুকোনের দ্বারস্থ হয়েছেন পর পর দু’বার অলিম্পিক পদক পাওয়া ভারতীয় শাটলার। প্রকাশের কাছে এক সপ্তাহ ট্রেনিং করবেন সিন্ধু। একা নন, ব্যক্তিগত কোচ মহম্মদ হাফিজ হাশিম সহ সিন্ধুর পুরো টিম সঙ্গে থাকবে ওই সময়। কেরিয়ারে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন। চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকতে হয়েছিল। চোট সারিয়ে ফিরে আর ছন্দে দেখা যায়নি তাঁকে। সাতটা টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যেতে হয়েছে সিন্ধুকে।
সাফল্য না পাওয়ার কারণেই মানসিক ভাবেও খানিকটা ঘেঁটে রয়েছেন সিন্ধু। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টুইটারে লিখেছিলেন, ‘কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল আমার ইউএস ওপেন যাত্রা। জাও ফাং জি-র বিরুদ্ধে এর আগে কানাডাতে স্ট্রেট সেটে হেরেছিলাম। আমার দুর্বলতা কাজে লাগিয়েছিল। পরের বার যখন ওর সঙ্গে দেখা হবে, সেরাটাই দেব।’
এমন নতুন নয়, সিন্ধু এর আগেও খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন। সেখান থেকে বেরিয়ে টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন। এ বারও সেটাই করতে চাইছেন ভারতীয় শাটলার।