Rafael Nadal: রাফার বিজয়রথ থামালেন টেলর ফ্রিটজ

২০২২ সালে টানা ২০টি ম্যাচে জেতার পর ইন্ডিয়ান ওয়েলসের (Indian Wells) ফাইনালে টেলর ফ্রিটজের (Taylor Fritz) কাছে হারতে হল স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে।

Rafael Nadal: রাফার বিজয়রথ থামালেন টেলর ফ্রিটজ
Rafael Nadal: রাফার বিজয়রথ থামালেন টেলর ফ্রিটজImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 1:04 PM

ক্যালিফোর্নিয়া: চলতি মরসুমে প্রথম হারের স্বাদ পেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ৩৫ বছরের রাফা কোর্টে এখনও অপ্রতিরোধ্য। ২০২২ সালে টানা ২০টি ম্যাচে জেতার পর ইন্ডিয়ান ওয়েলসের (Indian Wells) ফাইনালে টেলর ফ্রিটজের (Taylor Fritz) কাছে হারতে হয়েছে স্প্যানিশ টেনিস তারকাকে। ২৪ বছর বসয়ী আমেরিকান টেনিস প্লেয়ার নাদালকে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় শিরোপা জিতেছেন। ফাইনালে দুই প্লেয়ারই চোট নিয়ে খেলেছেন। ফ্রিটজ যেখানে গোড়ালির চোটের কারণে নিশ্চিতই ছিলেন না ফাইনালে তিনি খেলতে পারবেন কিনা, সেখানে ম্যাচ চলাকালীন দু’বার চিকিৎসা নেন রাফাও। তবে চোট নিয়েও খেলা চালিয়ে যান দুই প্লেয়ারই। কিন্তু রাফার থেকে বয়সে ১১ বছরের ছোট প্লেয়ার ফ্রিটজ ফাইনালে ৬-৩, ৭-৬ (৭/৫) জেতেন।

প্রথম সেটে টেলরের কাছে ৬-৩ হেরে গেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রাফা। একটা সময় ৫-৫ পৌঁছে গিয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু টেলর ফের ম্যাচে কামব্যাক করেন এবং টাইব্রেকারে জেতার পাশাপাশি স্ট্রেট সেটে হারিয়ে দেন ২১টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালকে।

ছেলেবেলার হিরোকে হারাতে পেরে ফ্রিটজের উচ্ছ্বাস ফেটে পড়েছে তাঁর কথায়। ম্যাচের শেষে তিনি বলেন, “এটা সেই শৈশবের স্বপ্নগুলির মধ্যে একটা, যেটা আপনি মনে করেন কখনই সত্যি হবে না। ইন্ডিয়ান ওয়েলসে আমি জিততে পারব তা কখনও কল্পনা করতে পারিনি আমি। আজ কীভাবে আমি খেলতে পেরেছি তা বলে বোঝাতে পারব না। ম্যাচের আগে যে ব্যাথাটা অনুভব করছিলাম, আমি আমার জীবনে এর চেয়ে খারাপ ব্যথা অনুভব করিনি।”

অন্যদিকে চোট নিয়ে খেলা নাদালও জানান, তিনি তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁর জন্য চোট বয়ে নিয়ে খেলাটা যে কঠিন ছিল, সেকথাও জানান তিনি। ম্যাচের শেষে রাফা বলেন, “আজকের দিনটা আমার ছিল না। এই ধরণের পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে। ফাইনালে এমনভাবে খেলাটা কঠিন ছিল। আমি তাও চেষ্টা করেছিলাম। দ্বিতীয় সেটে আমার কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। তবে আমার মনে হয়ে বিশ্লেষণ করতে গেলে এটা একটা কঠিন ম্যাচ।”

এরপরই রাফা প্রতিপক্ষ টেলরের ব্যাপারে জানান, এটা তাঁর জন্য বড় দিন ছিল। তিনি আশা করছেন টেলর ম্যাচটা উপভোগ করেছে। এবং এই ম্যাচে জেতার জন্য রাফা টেলরকে অভিনন্দনও জানান।

২০০১ সালে আন্দ্রে আগাসির পর থেকে ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতা প্রথম আমেরিকান ব্যক্তি হলেন টেলর।

আরও পড়ুন: Lakshya Sen: খেতাব হাতছাড়া করে হতাশ লক্ষ্য স্বীকার করলেন নিজের ভুল