Yasar Dogu ব়্যাঙ্কিং সিরিজে সোনা জিতলেন রবি দাহিয়া
তুরস্কের ইস্তানম্বুলে আয়োজিত ইয়াসার দোগু (Yasar Dogu) র্যাঙ্কিং সিরিজে চারখানা পদক অর্জন করল ভারত। তার মধ্যে রয়েছে একটি সোনা ও তিনটি ব্রোঞ্জ।
ইস্তানবুল: তুরস্কের ইস্তানম্বুলে আয়োজিত ইয়াসার দোগু (Yasar Dogu) র্যাঙ্কিং সিরিজে চারখানা পদক অর্জন করল ভারত। তার মধ্যে রয়েছে একটি সোনা ও তিনটি ব্রোঞ্জ। ইয়াসার দোগু টুর্নামেন্টের ফাইনালে সোনা জিতেছন টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya)। ভারতীয় তারকা কুস্তিগির পুরুষদের ফ্রি স্টাইল ৬১ কেজি বিভাগের ফাইনালে উজবেকিস্তানের গুলোমজন আবদুল্লায়েভকে (Gulomjon Abdullaev) ১১-১০ ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন।
ইয়াসার দোগু টুর্নামেন্টে পুরুষদের ৬১ কেজি বিভাগের ফাইনালে অলিম্পিকে রুপো পাওয়া রবি দাহিয়া শুরুটা ভালো করতে পারেননি। ভারতীয় কুস্তিগির ফাইনাল ম্যাচে একটা সময় উজবেক প্রতিপক্ষের বিরুদ্ধে ৮-১০ ব্যবধানে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয় নিশ্চিত করেন রবি। ফাইনালের লড়াই শেষ হয় ১১-১০ পয়েন্টে।
এর আগে রবি কুমার দাহিয়ে ইস্তানম্বুলে আয়োজিত ইয়াসার দোগু ব়্যাঙ্কিং সিরিজের সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ, ইরানের মহম্মদবাঘের ইসমাইল ইয়াখখেসিকে হারিয়েছিলেন। অন্যদিকে ভারতের আর এক কুস্তিগির দীপক পুনিয়া এই টুর্নামেন্টে পুরুষদের ৯২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ব্রোঞ্জ পদক ম্যাচে দীপক কাজাখস্তানের এলখান আসাদোভকে ৭-১ ব্যবধানে হারিয়েছেন। পাশাপাশি পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন আমন। এবং পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ অর্জন করেছেন জ্ঞানেন্দ্র।
#Wrestling Update
?? finished 1st Ranking Series: Yasar Dogu 2022 ?♂️?♀️ with 4️⃣ medals- 1️⃣ Gold & 3️⃣ Bronze
? @ravidahiya60 (M-FS) 61kg? @deepakpunia86 (M-FS) 92kg? #Aman (M-FS) 57kg?#Gyanender (M-GR) 60kg
Many congratulations to all ? ? #WrestleIstanbul? @wrestling pic.twitter.com/5G8fv5iPwi
— SAI Media (@Media_SAI) February 28, 2022
আরও পড়ুন: IPL 2022: শিখর ধাওয়ান নয়, মায়াঙ্কেই আস্থা রাখল প্রীতির পঞ্জাব
আরও পড়ুন: India vs Sri Lanka: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড স্পর্শ করল রোহিতের ভারত
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ফ্রান্সের দাবি কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ুক রাশিয়া