নয়াদিল্লি: জীবনের ৩২টা বসন্ত কাটিয়ে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। হরিয়ানার হিসারে জন্ম সাইনার। বছর খানেক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইনাকে বলেছিলেন, ‘ডার্লিং ডটার অব ইন্ডিয়া’। সত্যিকার অর্থেই সাইনা ভারতের গর্ব। ক্রীড়াক্ষেত্রে সাইনার দুর্দান্ত সাফল্যের জন্য তাঁকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। আজ ভারতের ‘শাটল কুইন’-এর ৩৩তম জন্মদিন (Happy Birthday)। সেই উপলক্ষে ফিরে দেখা সাইনাকে নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
১) ব্যাডমিন্টন দুনিয়ায় পা রাখার আগে অন্য খেলায় পারদর্শী ছিলেন সাইনা। আসলে তিনি ক্যারাটে চ্যাম্পিয়ন। তিনি ক্যারাটেতে ব্রাউন বেল্ট পেয়েছেন।
২) সাইনার রক্তেই রয়েছে ব্যাডমিন্টন। তাঁর বাবা হরবীর সিং এবং মা উষা নেহওয়াল দু’জনই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ছিলেন। কলেজ চ্যাম্পিয়ন ছিলেন সাইনার বাবা। আর মা খেলেছিলেন রাজ্য স্তরে।
৩) মা-বাবার ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা পরবর্তীতে সাইনাকেও এই খেলার প্রতি আকর্ষিত করে। যে কারণে সাইনা মাত্র ৮ বছর বয়সে সাইনা ব্যাডমিন্টন খেলা শুরু করেন।
৪) প্রথম ভারতীয় হিসেবে সাইনা বিশ্ব জুনিয়র ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন।
৫) সিনিয়র স্তরে সাইনা নেহওয়ালই প্রথম ভারতীয় হিসেবে বিশ্বক্রমতালিকার শীর্ষে উঠেছিলেন।
৬) শাটল কুইন সাইনার আইসক্রিম ভীষণ প্রিয়। নিজের প্রতিটি জয়ের পর আইসক্রিম খেয়েই সেলিব্রেশন করেন সাইনা।
৭) একটা সময় সাইনা বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। একাধিক এন্ডোর্সমেন্ট ডিল থেকে তিনি বার্ষিক ১ মিলিয়ন ডলার উপার্জন করতেন।
৮) সাইনার বড়দিদি অংশু নেহওয়াল পেশায় একজন মডেল।
৯) সাইনা ২০০৯ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ২০১০ সালে তিনি পেয়েছিলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং ২০১০ সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী।
১০) সাইনা প্রথম মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার যিনি এশিয়ান স্যাটেলাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু’বার জিতেছেন।
১১) সাইনা দেশের হয়ে কমনওয়েলথ গেমসে ৫টি পদক পেয়েছেন। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ।
১২) লন্ডন অলিম্পিকে সাইনা মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছিলেন। এশিয়ান গেমসে সাইনা দু’বার ব্রোঞ্জ পদক পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছেন সাইনা।
১৩) সাইনা নেহওয়ালের প্রিয় অভিনেতা হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।