নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় প্রয়াত তামিলনাড়ুর (Tamil Nadu) ১৮ বছর বয়সী টেবল টেনিস (table tennis) প্লেয়ার বিশ্ব দীনদয়ালান (Vishwa Deenadayalan)। মঙ্গলবার থেকে, শিলংয়ে অনুষ্ঠিত হতে চলা ৮৩তম সিনিয়ার ন্যাশনাল ও ইন্টার-স্টেট টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়ার পথে ভয়ঙ্কর পথদুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন তামিলনাড়ুর এই টেবল টেনিস প্লেয়ার। গুয়াহাটি থেকে আরও তিনজন দলের সদস্যের সঙ্গে ট্যাক্সিতে শিলং যাচ্ছিলেন বিশ্ব। একটি ১২ চাকার ট্রেলার উল্টোদিক থেকে ধাক্কা মারে বিশ্বদের ট্যাক্সিতে। ঘটনাস্থলেই প্রয়াত হন বিশ্বদের ট্যাক্সিচালক। বিশ্ব ও দুর্ঘটনার কবলে পড়া বাকীদের উদ্ধার করে নিয়ে যাওয়া প্রথমে নংপো সিভিল হাসপাতালে। তবে সেখানে পৌঁছেই বিশ্বকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে শাঙবাংলা নামের একটি জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় ট্যাক্সিচালক ও দীনদয়ালান প্রাণ হারিয়েছেন এবং গুরুতর চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা দীনদয়ালানের টিমমেট রমেশ সন্তোষ কুমার, অবিনাশ প্রসন্নজি শ্রীনিবাসন ও কিশোর কুমার। তারা সকলে বর্তমানে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন। চিকিৎসক দলের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন।
আজ, বিশ্বর বাবা এবং তাঁর বাকি টিমমেটের পরিবারের সদস্যরা গুয়াহাটি পৌঁছবেন। আগামীকাল সকালে বিশ্বর মরদেহটি চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে। মেঘালয় টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্তারা তাদের সঙ্গে কথা বলবেন। প্রশাসক কমিটির চেয়ারপার্সন বিচারপতি গীতা মিত্তল, বিশ্বর দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এবং কিশোর কুমারের সাথে কথা বলেছেন, তাঁকে এবং অন্যান্য খেলোয়াড়দের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।
বিশ্ব তাঁর কৃতিত্বের জন্য বেশ কয়েকটি জাতীয় র্যাঙ্কিং এবং আন্তর্জাতিক পদক পেয়েছেন। মাত্র ১৮ বছর বয়সেই তাঁর মধ্যে প্রতিশ্রুতিমান এক প্লেয়ারের ছাপ দেখা গিয়েছিল। ২৭ এপ্রিল অস্ট্রিয়ার লিঞ্জে ডব্লিউটিটি যুব প্রতিযোগিতাতে বিশ্বের ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল। আন্না নগরের কৃষ্ণস্বামী টিটি ক্লাব থেকে উঠে আসা বিশ্বর। এই প্রতিভাবান টেবল টেনিস প্লেয়ারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কিরেন রিজিজু, অনুরাগ ঠাকুররা।
Very sad to learn that young Table Tennis player from Tamil Nadu, Deenadayalan Vishwa died in an accident at Ri-Bhoi in Meghalaya while on his way to Shillong to participate in the 83rd Senior National Table Tennis Championship. My deepest condolences to his family. RIP pic.twitter.com/eaUweRzdiC
— Kiren Rijiju (@KirenRijiju) April 17, 2022
Heartbreaking to learn that Tamil Nadu paddler, Deenadayalan Vishwa passed away in an accident in Ri Bhoi District. He was on his way to Shillong to participate in the 83rd Senior National Table Tennis Championship. Sincere condolences to his family & friends. pic.twitter.com/XpeJMG4ad3
— Anurag Thakur (@ianuragthakur) April 18, 2022
আরও পড়ুন: County Championship: কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করে আজহারউদ্দিনকে ছুঁলেন চেতেশ্বর পূজারা
আরও পড়ুন: IPL 2022: পিঙ্ক আর্মির মুখে নামার আগে কী চলছে নাইট শিবিরে, জানালেন চামিকা করুণারত্নে