Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Steel 25K Marathon: উৎসবের মরসুম শুরুর আগে ম্যারাথনের ঢাকে কাঠি

Kolkata Marathon: ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা হয়নি। কোনও বিদেশি অলিম্পিয়ানকে আনার চেষ্টা চলছে। টাটা স্টিল ম্যারাথনে এ বার সামিল হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীও‌। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তিনিও এ বার ম্যারাথনে সামিল হয়েছেন। প্রত্যেক বছরই কলকাতায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। এ বার অষ্টম সংস্করণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মেয়র পারিষদ দেবাশিস কুমার।

Tata Steel 25K Marathon: উৎসবের মরসুম শুরুর আগে ম্যারাথনের ঢাকে কাঠি
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 11:23 PM

কলকাতা: শীতের সকালে দৌড়…। ভাবতে মন্দ লাগে না। আপাতত ভাবনায় হলেও দ্রুতই বাস্তব হতে চলেছে। চলো কলকাতা, লেটস রান। টাটা স্টিল ২৫ কে ম্যারাথনের ঢাকে কাঠি পড়ে গেল এ দিনই। ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন হল জাকজমকভাবে। এ বার কলকাতায় ম্যারাথন অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। শীতের শহরে রেড রোড থেকে শুরু হবে দৌড়। থাকবেন অনেক হেভিওয়েটরা। গত কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যারাথন। সময়ের সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বার কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হবেন এখনও ঘোষণা হয়নি। কোনও বিদেশি অলিম্পিয়ানকে নিয়ে আসার চেষ্টা করছেন ম্যারাথনের উদ্যোক্তারা। টাটা স্টিল ম্যারাথনে এ বার সামিল হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীও‌। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তিনিও এ বার ম্যারাথনে সামিল হয়েছেন। প্রত্যেক বছরই কলকাতায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। এ বার অষ্টম সংস্করণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মেয়র পারিষদ দেবাশিস কুমার।

পাঁচটি ক্যাটেগরিতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। শুক্রবার থেকে শুরু অনলাইনে রেজিস্ট্রেশন। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সামনের বছরই প্যারিস অলিম্পিক। ফলে দেশের শীর্ষস্থানীয় অ্যাথলিটদেরও দেখা যেতে পারে কলকাতা ম্যারাথনে। প্রত্যেক বছরই দেশের নামী অ্যাথলিটরা অংশ নেন এতে। এ বার কোনও বিশেষ চমক থাকে কিনা, নজর সে দিকেই।