Serena Williams: ‘সেরেনার সফরনামার শেষ রূপকথার মতো নাও হতে পারে’, বলছেন মার্টিনা নাভ্রাতিলোভা
উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সেরেনা। এ বার ইউএস ওপেনেও তেমন অঘটন ঘটে গেলে কিছুই করার থাকবে না। তার জন্যই সেরেনাকে তৈরি থাকতে বলছেন নাভ্রাতিলোভা।

নিউ ইয়র্ক: চলতি মাসের শেষে ইউএস ওপেনেই (US Open) শেষ বার টেনিস ব়্যাকেট হাতে দেখা যাবে সেরেনা উইলিয়ামসকে (Serena Williams)। তিনি যে অবসর নিতে চলেছেন তা ঘোষণা করে দিয়েছেন টেনিসের রানি। ২৩ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি টানার আভাসটা সেরেনা দিয়েছেন এক ফ্যাশন ম্যাগাজিনকে। ২৩ টি গ্র্যান্ড স্লামের মালকিনের ২৩ বছরের সফরনামার শেষটা রূপকথার মতো নাও হতে পারে। এমনটাই মনে করছেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)।
চেনা ছন্দে নেই সেরেনা। চলতি মাসেই সিনসিনাটি মাস্টার্সের শুরুতেই টিনএজার এমা রাডুকানুর কাছে হেরে যান সেরেনা। দীর্ঘ পাঁচ বছর ধরে ২৪ নম্বর গ্র্যান্ড স্লামের খোঁজে রয়েছেন মার্কিন টেনিস তারকা। এর মধ্যে সেরেনা একাধিকবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও ২৪তম খেতাব ধরা দেয়নি। শীঘ্রই অবসর নিতে চলেছেন সেরেনা। যা শুনে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সেরেনা। এ বার ইউএস ওপেনেও তেমন অঘটন ঘটে গেলে কিছুই করার থাকবে না। তার জন্যই সেরেনাকে তৈরি থাকতে বলছেন নাভ্রাতিলোভা।
? Back in Ashe.@serenawilliams gets a first hit in a very familiar place. pic.twitter.com/9OL35BG5wf
— US Open Tennis (@usopen) August 23, 2022
নিজের অবসরের কথা উল্লেখ করে নাভ্রাতিলোভা বলেন, “আমি যখন ৯৩ সালে প্রেসকে জানিয়েছিলাম অবসর নিতে চলেছি। তারপর থেকে প্রতিটা টুর্নামেন্টেই আমাকে চোখের জল ফেলতে হয়েছিল।” একইসঙ্গে তিনি বলেন, “সেরেনা গ্ল্য়ামারাস পদ্ধতি অবলম্বন করে ভগ ম্যাগাজিনে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু ও বিদায় জানানোর কথা সরাসরি বলতে পারেনি।”
টেনিস কিংবদন্তি নাভ্রাতিলোভা মনে করেন, সেরেনার যে কোনও পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা দরকার। সব গল্পের শেষ তো আর সিন্ড্রেলার মতো হয় না। নাভ্রাতিলোভা মনে করছেন না, সেরেনা উইলিয়ামস কোর্টে আগের মতো জাদু দেখিয়ে চ্যাম্পিয়ন হতে পারবেন। তিনি বলেন, “আবেগ যে কোনও ব্যক্তিকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তবে আমি এখানে সিন্ড্রেলার মতো হ্যাপি এন্ডিং দেখতে পাচ্ছি না। আমার মনে হয় না ও টুর্নামেন্টে অসাধারণ প্রত্যাবর্তন করে ট্রফি জিতবে। এটাই সম্ভবত ওর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। তাই একটা চাপ তো থাকার কথা। কিন্তু সেটা যদি কেউ কাটিয়ে উঠতে পারে, সেটা সেরেনাই।”





