Anirban Lahiri: জানেন, কোন বাঙালি গল্ফার রাতারাতি ১৭ কোটি টাকার মালিক?

তবে ১৫০ কোটি আর্থিক পুরষ্কারমূল্যের টুর্নামেন্টের দ্বিতীয় স্থানাধিকারী হওয়াটাও কম লাভজনক নয়। যেমনটা হল অনির্বাণের ক্ষেত্রেও। প্লেয়ার চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়েই টাকার পাহাড়ে পৌঁছে গিয়েছেন অনির্বাণ।

Anirban Lahiri: জানেন, কোন বাঙালি গল্ফার রাতারাতি ১৭ কোটি টাকার মালিক?
অনির্বাণ লাহিড়ীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2022 | 5:17 PM

নয়াদিল্লি: বিশ্বের সর্বোচ্চ পুরস্কার মূল্যের গল্ফ (Golf) টুর্নামেন্টে দ্বিতীয় স্থান দখল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন বাঙালি গল্ফার অনির্বাণ লাহিড়ী (Anirban Lahiri)। আমেরিকায় হওয়া প্লেয়ার চ্যাম্পিয়নশিপের (Players Championship) ফাইনালে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। মাত্র একটা স্ট্রোকের জন্য অনির্বাণের জায়গায় ট্রফির স্বাদ পেলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ। তবে ১৫০ কোটি আর্থিক পুরষ্কারমূল্যের টুর্নামেন্টের দ্বিতীয় স্থানাধিকারী হওয়াটাও কম লাভজনক নয়। যেমনটা হল অনির্বাণের ক্ষেত্রেও। প্লেয়ার চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়েই টাকার পাহাড়ে পৌঁছে গিয়েছেন অনির্বাণ। গল্ফের পঞ্চম বৃহত্তর টুর্নামেন্ট হিসেবে ধরা হয় প্লেয়ার চ্যাম্পিয়নশিপকেই।

চারদিনের এই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে ১৬ কোটি ৫০ লক্ষ টাকার আর্থিক পুরষ্কার পেয়েছেন অনির্বাণ। ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে যা রেকর্ড পুরষ্কার। তবে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে না পারায় বেশ হতাশ হয়েছেন বাঙালি গল্ফার। তিনি বলেন, “আমার কাছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। আমি জিততে চেয়েছিলাম। আমি সাত বছর ধরে এখানে আছি। তবে আমি এমন কিছু ভুল করেছি যেটা চাইলেই এড়িয়ে যেতে পারতাম। তবে সত্যি বলতে কী আমি খুব হালকা অনুভব করছি। গত দুই বছর আমার জন্য ভালো কাটেনি। (এই টুর্নামেন্ট শুরুর আগে) আমি আশাও করিনি এতটা এগোতে পারবো। লম্বা একটা খারাপ সময় যাওয়ার পর এই সাফল্যটা অনেকটাই বড়। এটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

টুর্নামেন্টের আগে ২১৭ জন প্লেয়ারদের মধ্যে ২১২ ব়্যাঙ্কিংয়ে ছিলেন অনির্বাণ। তাঁর গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও, এই টুর্নামেন্টের আগে তাঁর পারফরম্যান্স কিন্তু মোটেও ভালো ছিল না। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন যেন এক অন্য অনির্বাণকে দেখা গিয়েছিল। গলফ চ্যানেলের মত অনুসারে, তাঁর আগের খেলার থেকে অনেকটা পরিণত দেখা গিয়েছিল এই টুর্নামেন্টে। সরঞ্জাম পরিবর্তন করার পাশাপাশি একটা লড়াকু মনোভাব দেখা যাচ্ছিল বাঙালি গল্ফারের মধ্যে। তাঁর শরীরী ভাষা প্রকাশ করছিল, তাঁর জেতার খিদেটা। তবে শেষ পর্যন্ত রানার্স হয়েই সন্তুষ্ট হতে হল তাঁকে। তবে এই টুর্নামেন্টে দ্বিতীয় হওয়ায় ব়্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল। এমনকি তিনি বিশ্বের প্রথম ১০০-র মধ্যেও ঢুকে পড়তে পারেন। এবং যে আর্থিক পুরষ্কার অনির্বাণ পেয়েছেন, তা একজন ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ আর্থিক পুরষ্কার।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে সুরেশ রায়নার কামব্যাক

আরও পড়ুন: Russia Ukraine Conflict: পুতিন বিরোধী হলেই রাশিয়ার খেলোয়াড়রা খেলতে পারবেন উইম্বলডনে

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: চার্লির বলে, নাইটের ব্যাটে বিশ্বকাপে বিপর্যস্ত মিতালির ভারত