Novak Djokovic: ‘আমি ট্রফি জয়ের দাবিদার’, উইম্বলডনের সেমিফাইনালে উঠে বললেন জকোভিচ
Wimbledon 2023: চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েছিলেন জোকার। শেষ অবধি জয় ছিনিয়ে নেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। উইম্বলডনের ইতিহাসে এই নিয়ে ১২ বার সেমিফাইনালে উঠলেন জকোভিচ।
উইম্বলডন: সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে (Novak Djokovic) চলতি উইম্বলডনে (Wimbledon) থামানো যাচ্ছে না। উইম্বলডনের ইতিহাসে এই নিয়ে ১২ বার সেমিফাইনালে উঠলেন জকোভিচ। চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েও শেষ অবধি জয় ছিনিয়ে নেন জকোভিচ। একইসঙ্গে আন্দ্রে রুবেলভের বিরুদ্ধে এই জয়ের ফলে জকোভিচ স্পর্শ করলেন কিংবদন্তি রজার ফেডেরারের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার রেকর্ড। এ বারের উইম্বলডনের সেমিফাইনালে উঠে জোকার জানিয়ে দিলেন, তিনি মনে করেন এ বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের দাবিদার তিনিই। শেষ চারে উঠে আর কী কী বললেন জকোভিচ? বিস্তারিত জেনে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অষ্টম উইম্বলডন ট্রফির লক্ষ্যে এক ধাপ করে এগোচ্ছেন নোভাক জকোভিচ। একদিকে নোভাক ১২ বার উইম্বলডনের সেমিতে উঠলেন। অন্যদিকে সকল গ্র্যান্ড স্লাম মিলিয়ে মোট ৪৬ বার সেমিফাইনালে উঠে নোভাক ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারকে। রুশ টেনিস তারকা আন্দ্রে রুবেলভকে হারিয়ে জকোভিচ বলেন, ‘আমি অহঙ্কারের সুরে বলতে চাই না, কিন্তু এ বারের উইম্বলডনে আমি নিজেকেই ট্রফি জয়ের দাবিদার মনে করছি। আমার কেরিয়ারজুড়ে এই ঘাসের কোর্টে যে পরিসংখ্যান রয়েছে সেটা বিচার করেই এ কথা বলছি। শেষ চার বার উইম্বলডনে খেলে আমি জিতেছি। তাই নিঃসন্দেহে এ বারও নিজেকে ট্রফি জয়ের ব্যাপারে এগিয়ে রাখব।’
View this post on Instagram
এ বারের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ৪০০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ খেললেন জকোভিচ। শেষ চারে ওঠার পর জকোভিচ জানান, তিনি ভালো মতোই জানেন সকলে তাঁকে হারাতে চায়। যত গ্র্যান্ড স্লামই তিনি জিতুন না কেন, এখনও কোর্টে নামলে একটা চাপ থাকেই। তবে তিনি কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না। উল্লেখ্য, সেমিফাইনালে নোভাক জকোভিচ খেলবেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের বিরুদ্ধে।