Wimbledon: রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার উইম্বলডনের

রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল উইম্বলডন কর্তৃপক্ষ।

Wimbledon: রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার উইম্বলডনের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 8:00 AM

কলকাতা: ইউক্রেনের উপর রুশ আগ্রাসন। যার ব্যপক প্রভাব পড়ে ক্রীড়া জগতে। রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছিল উইম্বলডন। গতবছর রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়রা ঐতিহ্যের উইম্বলডনে (Wimbledon 2023) অংশ নিতে পারেননি। চলতি বছরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে উইম্বলডন কর্তৃপক্ষ (Tennis)। গতমাসেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। কারণ উইম্বলডনে অংশ না নেওয়ায় ব়্যাঙ্কিং পয়েন্ট পড়ে গিয়েছে। এটিপি এবং ডব্লিউটিএ-র তরফে জরিমানার মুখে পড়েছেন অনেকে। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত। একইসঙ্গে ইউক্রেনের খেলোয়াড়দের অতিরিক্ত আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে উইলম্বলডন কর্তৃপক্ষের তরফে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

৩ জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডন। যেখানে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষ হিসেবে খেলতে পারবেন। যদিও তার জন্য উইম্বলডন কর্তৃপক্ষের বেশ কিছু শর্ত মানতে হবে। যার মধ্যে রয়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনকে সমর্থনের উপর নিষেধাজ্ঞা। ওই দুটি দেশের খেলোয়াড়দের কেরিয়ারের কথা ভেবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ঠিকই হবে ইউক্রেনের প্রতি উইম্বলডনের দায়িত্ব কমছে না। সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, টিকিট প্রতি ১ ইউরো ডোনেট করা হবে ইউক্রেনের যুদ্ধ ত্রাণে। এই ত্রাণ পৌঁছাবে ১০০০ ইউক্রেনিয়ান রিফিউজিদের উদ্দেশে। এছাড়া একজন ইউক্রেনের খেলোয়াড় মাথা পিছু দুটো হোটেল রুমের সার্ভিস পাবে বিনামূল্যে। এছাড়া গ্রাস কোর্টে ট্রেনিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ হল ড্যানিল মেদভেদেভ এবং অ্যান্ডি রুভলেভ এ বারের উইম্বলডনে অংশ নিতে পারবেন। দু’জনের পুরুষের ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন। এছাড়া অংশ নিতে পারবেন মেয়েদের টেনিসে দ্বিতীয় নম্বর খেলোয়াড় আরিয়ানা সাবালেঙ্কা। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা।