AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest Sportsperson : রোনাল্ডো-মেসি-বিরাট নন, খেলার দুনিয়ায় সবচেয়ে ধনী কে?

ক্রীড়া জগতে সম্পত্তির দিক থেকে বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা অনেক এগিয়ে। তাঁর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যাও কোটিতে। কিন্তু এমন একজন মানুষ রয়েছেন যিনি বিরাট, রোনাল্ডোদের চেয়েও ধনী। বলতে পারেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ।

Richest Sportsperson : রোনাল্ডো-মেসি-বিরাট নন, খেলার দুনিয়ায় সবচেয়ে ধনী কে?
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 9:45 AM
Share

রোনাল্ডো বা বিরাট কোহলি নন, ইনিই বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ। ২.২ বিলিয়ন ডলারের সম্পত্তি তাঁর! কে তিনি জানেন? ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি, ক্রিকেটে বিরাট কোহলি, টেনিসে রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসরা যেমন পরিচিতি তৈরি করেছেন তেমনই করেছেন দু হাত ভরে রোজগার। তাঁদের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের মধ্যে ধরা হয় এঁদেরকে। জানেন কি, সম্পত্তির দিক থেকে রোনাল্ডো-মেসিদেরও পিছনে ফেলে দিতে পারেন একজন। তাঁর নাম ভিন্স মিকম্যান (Vince Macmahon)। যাঁর সম্পত্তির পরিমাণ ২.২ মিলিয়র ডলার। ভারতীয় মুদ্রায় ১৬ হাজার কোটিরও বেশি। কে এই ভিন্স মিকম্যান? কোন খেলার সঙ্গে যুক্ত তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভিন্স ম্যাকমোহন হলেন WWE চেয়ারম্যান। একইসঙ্গে তিনি হলেন বিজনেস টাইকুন। ৪০ বছরের ভিন্স এই রেসলিং কোম্পানির মালিক। বাবার কাছে থেকে কোম্পানি কিনে নিয়েছিলেন ভিন্স ম্যাকমোহন। প্রথমে যার নাম ছিল WWF। মালিকানা বদল হওয়ার পর নাম বদলে হয় WWE। ম্যাকমোহন নিজে একটা সময় রেসলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বড় বড় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতেন। দ্য রক, আন্ডারটেকার এবং ব্রক লেসনেরের মতো ভয়ঙ্কর রেসলারদের বিরুদ্ধেও লড়েছেন। WWE ফ্যানরা জানেন, ভিন্স ম্যাকমোহনের গাড়ির শখ কোন পর্যায়ে। লাক্সারি কারে গ্যারাজ ভর্তি। রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, অডির মতো রয়েছে তাঁর গ্যারাজে।

ভিন্স ম্যাকমোহনের সম্পত্তির পরিমাণ যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তার অর্ধেক সম্পত্তিও নেই। ভারতীয় মুদ্রায় ম্যাকমোহনের সম্পত্তির পরিমাণ ৫৬০০ কোটি টাকা। যার মধ্যে ৬৯৩ কোটি টাকা সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড এনডোর্স করে রোজগার করেন তিনি।