Vinesh Phogat into Final: কুস্তিতে ইতিহাস ভারতের, ফাইনালে বিনেশ ফোগাট
Paris Olympics 2024: সোনার সম্ভাবনা উজ্জ্বল বিনেশের সৌজন্য়ে। যে ফর্মে রয়েছেন তাতে এমন প্রত্যাশা রাখাই যায়। কোয়ার্টার ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়েছিলেন বিনেশ। যিনি টানা ৮২ ম্যাচ জিতে নেমেছিলেন। তাঁকে হারানোর পর সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষ গুজমানকে ৫-০ হারিয়ে ফাইনালে বিনেশ।
ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস বিনেশ ফোগাটের। সেমিফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার অলিম্পিক পদকও নিশ্চিত করলেন। সোনার সম্ভাবনা উজ্জ্বল বিনেশের সৌজন্যে। যে ফর্মে রয়েছেন তাতে এমন প্রত্যাশা রাখাই যায়। টোকিও অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এতটা পথ এসেছিলেন বিনেশ। এমন এক প্রতিপক্ষ যিনি টানা ৮২ ম্যাচ জিতে নেমেছিলেন। তাঁকেও হারিয়ে দিয়েছেন বিনেশ ফোগাট। ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষ গুজমানকে ৫-০ হারিয়ে ফাইনালে বিনেশ। স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে যে স্বপ্ন অনেক অনেক বড় হবে, এ আর নতুন কী!
কয়েক মাস আগের পরিস্থিতি বিনেশের মধ্যে এখনও তাজা। তাঁর খেলার মধ্যেই যেন সেই জেদ বেরিয়ে আসছে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন কুস্তিগিররা। সেই বিপ্লবের শুরুটা হয়েছিল বিনেশ ফোগাটকে ঘিরেই। আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ভারতীয় কুস্তিগিররা একজোট হয়ে লড়াই করেছিলেন। ধরনা অবস্থানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। সমস্ত অপমান, বঞ্চনার জবাব যেন অলিম্পিকের মঞ্চেই দিতে প্রস্তুত বিনেশ ফোগাট। বিভিন্ন ম্যাচে তাঁর সেলিব্রেশনের ধরনও বলে দিচ্ছে, সোনার মিশন-এই নেমেছেন ভারতের কন্যা।
বিনেশের কাছে নানা প্রতিকূলতা ছিল। পাঁচ বছরের বেশি সময় ধরে ৫৩ কেজি বিভাগে অংশ নিচ্ছিলেন বিনেশ। কিন্তু হাঁটুর চোট এবং অস্ত্রোপচারের পর তাঁর কেরিয়ারই শেষ হতে চলেছিল। তাঁকে ৫০ কেজি বিভাগে শিফ্ট করতে হয়। ২০১৬ সালে রিও অলিম্পিক এবং টোকিওতে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিলেন বিনেশ। গত এক-দেড় বছর চোটের পাশাপাসি নানা মানসিক যন্ত্রণার মধ্যেও কাটিয়েছেন বিনেশ। প্যারিসে বুধবার ‘স্বর্ণালী সন্ধ্যার’ অপেক্ষায় নামবেন বিনেশ।
Glory is for those who endear and dare! 💪
Vinesh Phogat is on her way to the wrestling finals of #Paris2024! 😍
Keep watching the Olympic action LIVE on #Sports18 & stream for FREE on #JioCinema👈#OlympicsonJioCinema #OlympicsonSports18 #Olympics #Wrestling #VineshPhogat pic.twitter.com/paVvSFfOEm
— JioCinema (@JioCinema) August 6, 2024