৪ মাস বেতন পাননি, রোহিতের থেকে ধনী ক্রিকেটারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ!
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের প্লেয়ারদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি খেলোয়াড়দের বেতনের পাশাপাশি ম্যাচ ফি-ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছরের শেষ চার মাস ধরে তাদের একজন অভিজ্ঞ প্লেয়ারকে বেতন দেয়নি।

পাকিস্তান এবং দুবাইতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স এ বার মোটেও ভালো ছিল না। টুর্নামেন্টে একটিও ম্যাচ জিততে পারেনি টাইগার্সরা। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের প্লেয়ারদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি খেলোয়াড়দের বেতনের পাশাপাশি ম্যাচ ফি-ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত বছরের শেষ চার মাস ধরে তাদের একজন অভিজ্ঞ প্লেয়ারকে বেতন দেয়নি। আবার বেতন না দেওয়ার পেছনে চমকপ্রদ কারণও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত ৪ মাস ধরে কোন ক্রিকেটার বেতন পাননি?
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে ক্রিকেট থেকে দূরে। গত বছর সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের সময় টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন সাকিব। ওডিআই ছাড়েননি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে নেয়নি বিসিবি। এছাড়াও, তাঁর বোলিং অ্যাকশনের উপর আইসিসির নিষেধাজ্ঞা রয়েছে। যার ফলে তিনি এখন বোলিংও করতে পারছে না। এরই মাঝে জানা গিয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৪ সালের শেষ ৪ মাসের বেতন সাকিবকে দেয়নি। যা প্রায় ৪৮ লক্ষ বাংলাদেশি টাকা অর্থাৎ ৩৪ লক্ষ ভারতীয় টাকা। সাকিবকে বাংলাদেশের সবচেয়ে ধনী খেলোয়াড় বলা হয়। রিপোর্ট অনুযায়ী তাঁর মোট সম্পদ ভারত অধিনায়ক রোহিত শর্মার থেকেও বেশি।
বিসিবির একজন কর্তা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, “এটা সত্যি যে সাকিব এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের বেতন পাননি। এর মূল কারণ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে।” অন্যদিকে, বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, “চুক্তি অনুযায়ী সাকিব বেতন পাবেন। কারণ কোনও প্লেয়ার খেলুন বা না খেলুন, যদি চুক্তিতে থাকেন, বেতন পাবেন। তাই আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব।”
কেন সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল?
গত বছর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে সে দেশে চাপানউতোর চলছিল। সাকিব একসময় হাসিনার আওয়ামি লিগ দল থেকে সাংসদ হন। এরপর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল। সেখানে এক আন্দোলনরত ছাত্রের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এরপর গত বছরের নভেম্বরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।





