বুধবার 2023 Hero Xtreme 160R আসছে ভারতে, দাম ও ফিচার কত হতে পারে, দেখে নিন
2023 Hero Xtreme 160R বাইকটিতে দেওয়া হচ্ছে একটি 163 cc, এয়ার-কুলড ইঞ্জিন, যা 14.9 hp পাওয়ার আউটপুট এবং 14Nm পিক টর্ক দিতে পারে। মোটরসাইকেলটিতে এখন ফোর-ভালভ ইঞ্জিন থাকছে, যা পারফরম্যান্স আরও ভাল করে তুলবে।
Latest Bike News: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে Hero 2023 Xtreme 160R মোটরবাইকটি লঞ্চ করতে চলেছে। 14 জুন, বুধবার লঞ্চ করছে বহু প্রতীক্ষিত সেই বাইকটি। বিগত বেশ কিছু মাস ধরে এই বাইকটি টিজ় করছে হিরো মোটোকর্প। নতুন মডেলটি তার পূর্ববর্তী প্রজন্মের তুলনায় একাধিক আপগ্রেড পেতে চলেছে। ফিচার্স, স্পেসিফিকেশনস, ইঞ্জিন, সব দিক থেকে বাইকটি কেমন হতে চলেছে, দেখে নিন।
2023 Hero Xtreme 160R: ইঞ্জিন
পাওয়ারের জন্য 2023 Hero Xtreme 160R বাইকটিতে দেওয়া হচ্ছে একটি 163 cc, এয়ার-কুলড ইঞ্জিন, যা 14.9 hp পাওয়ার আউটপুট এবং 14Nm পিক টর্ক দিতে পারে। মোটরসাইকেলটিতে এখন ফোর-ভালভ ইঞ্জিন থাকছে, যা পারফরম্যান্স আরও ভাল করে তুলবে। এবার এই মডেলটি খুব সম্ভবত আপ-সাইড বা USD ফর্ক দ্বারা দ্বারা ইক্যুইপ করা হতে পারে। পাশাপাশি থাকতে পারে প্রি-লোড অ্যাডজাস্টেবিলিটির সঙ্গে একটি রিয়ার মনোশক।
2023 Hero Xtreme 160R বাইকের ব্রেকিং সিস্টেমের জন্য সামনে থাকছে একটি 276mm পেটাল ডিস্ক। বাইকটি সিঙ্গেল-চ্যানেল ABS অফার করে।
2023 Hero Xtreme 160R: দাম কত হতে পারে
Hero Xtreme 160R-এর যে মডেলটি এখন বাজারে আছে, তার দাম 1.18 লাখ টাকা থেকে 1.30 টাকা (এক্স-শোরুম, দিল্লি) পর্যন্ত। একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2023 Hero Xtreme 160R-র দাম আগের মডেলের থেকে ₹8,000 – ₹10,000 বেশি হতে পারে।
আপডেটেড Hero Xtreme 160R বাইকটি টক্কর দিতে পারে TVS Apache RTR 160 4V এবং Yamaha FZS-FI এর সঙ্গে।