Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা Acer সস্তার ই-স্কুটার নিয়ে এল ভারতে, সোয়্যাপেবল ব্যাটারি, রেঞ্জ 80 Km

MUVI-125-4G ইলেকট্রিক ভেহিকলটি দেশে Acer ব্র্যান্ডের প্রথম স্কুটার। সংস্থাটি ভারতের বাজারে পরবর্তীতে দু-চাকা, তিন-চাকা অর্থাৎ ই-বাইক, ই-স্কুটার এবং ই-ট্রাইক নিয়ে আসার পরিকল্পনা করছে। MUVI-125-4G ই-স্কুটারটিকে আরবান কমিউটারদের জন্য ফিউচারিস্টিক ইলেকট্রিক মোবিলিটি সলিউশন হিসেবে ধরা হচ্ছে।

জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা Acer সস্তার ই-স্কুটার নিয়ে এল ভারতে, সোয়্যাপেবল ব্যাটারি, রেঞ্জ 80 Km
এই প্রথম ইলেকট্রিক স্কুটার নিয়ে এল Acer।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 1:06 PM

Acer Electric Scooter In India: তাইওয়ানের কোম্পানি Acer যে ল্যাপটপ তৈরি করে তা আমরা প্রায় সকলেই জানি। আমাদের মধ্যে অনেকেই হয়তো Acer Laptop ব্যবহারও করি। সেই সংস্থাই এবার ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় প্রবেশ করল। ভারতে তারা প্রথম ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করে দিল, যার নাম MUVI-125-4G। বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় EV India Expo 2023 ইভেন্ট থেকে Acer-এর বিদ্যুচ্চালিত স্কুটারটি লঞ্চ করা হয়। ইলেকট্রিক মোবিলিটি প্ল্যাটফর্ম eBikeGo-র সঙ্গে জুটি বেঁধে ব্যাটারি চালিত এই ইলেকট্রিক স্কুটারটি Acer ভারতে লঞ্চ করেছে। প্রসঙ্গত, eBikeGo নামের এই সংস্থাটি দেশে একাধিক বৈদ্যুতিক স্কুটার তৈরি করেছে।

MUVI-125-4G ইলেকট্রিক ভেহিকলটি দেশে Acer ব্র্যান্ডের প্রথম স্কুটার। সংস্থাটি ভারতের বাজারে পরবর্তীতে দু-চাকা, তিন-চাকা অর্থাৎ ই-বাইক, ই-স্কুটার এবং ই-ট্রাইক নিয়ে আসার পরিকল্পনা করছে। MUVI-125-4G ই-স্কুটারটিকে আরবান কমিউটারদের জন্য ফিউচারিস্টিক ইলেকট্রিক মোবিলিটি সলিউশন হিসেবে ধরা হচ্ছে। লাইট-ওয়েট চ্যাসিস দেওয়া হয়েছে এতে, স্মুধ মুভমেন্টের জন্য 16 ইঞ্চির চাকার উপরে ভর করে দৌড়বে স্কুটারটি।

এই চ্যাসিসটি একটি চমৎকার রিয়ার শক অ্যাবসর্বার সিস্টেমের পরিপূরক, যাতে পেয়ার করা রয়েছে ফ্রন্ট হাইড্রলিক ফর্ক, যা চালকদের স্টেবিলিটি বজায় রেখেই ই-স্কুটারটিকে দ্রুত চালাতে দেবে।

তবে এই স্কুটারের সবথেকে আকর্ষণীয় দিক হল তার সোয়্যাপেবল ব্যাটারি। এর সাহায্যে MUVI-125-4G ই-স্কুটারের চালকরা খুব সহজে ব্যাটারি খুলে নিয়ে যে কোনও সময়, যে কোনও জায়গায় চার্জ দিতে পারবেন। এই মুহূর্তে দেশে একাধিক ব্যাটারি সোয়্যাপিং স্টেশন থাকার ফলে চালকরা খুব সহজেই, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন। 48V 35.2Ah রিমুভেবল ব্যাটারির দুটিই এক চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং সর্বাধিক স্পিড 75 kmph। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, স্কুটারটি মাত্র চার ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ করা যাবে।

Acer MUVI-125-4G ইলেকট্রিক স্কুটারের ফিচারগুলি কাস্টমাইজ়েবল অর্থাৎ আপনি নিজের মতো করে কাস্টমাইজ় করে নিতে পারবেন। আর সেই ফিচারগুলির বেশিরভাগই টেক-স্যাভি চালকদের জন্য ডেটার উপরে নির্ভরশীল। স্কুটারের চালকরা অ্যান্ড্রয়েড বা iOS স্মার্টফোনের সাহায্যে ভেহিকলটি কাস্টমাইজ় করতে পারবেন এবং এটিকে একটি ইন্টার‌্যাক্টিভ মেশিনে রূপান্তর করতে পারেন। ব্লুটুথ এনাবলড্ 4 ইঞ্চির LCD স্ক্রিন রয়েছে, যার তিনটি কনফিগারেশন অপশনে পাওয়া যাবে।