BMW Motorrad: দাম 20 লাখের উপরে, তারপরেও বাজারে একচ্ছত্র রাজত্ব BMW বাইকের, গত এক বছরে 7,282 মডেল বিক্রি
BMW Bikes In India: দেশে আসার পর থেকে BMW Motorrad-এর এই বেচাকেনার অঙ্কটি 2022-এ সর্বাধিক। সংস্থা জানিয়েছে, 2022-এ তারা 7,282 ইউনিট টু-হুইলার বিক্রি করেছে।
Expensive BMW Bikes: 2017-তে ভারতের বাজারে পা রাখার পর থেকে জার্মানির টু-হুইলার সংস্থা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad)-এর ব্যবসা ক্রমাগত বেড়েই চলেছে। দেশে আসার পর থেকে BMW Motorrad-এর এই বেচাকেনার অঙ্কটি 2022-এ সর্বাধিক। সংস্থা জানিয়েছে, 2022-এ তারা 7,282 ইউনিট টু-হুইলার বিক্রি করেছে। 2021-এর তুলনায় যা 40 শতাংশ বেশি। 2023-এও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে সংস্থা।
BMW Motorrad সম্প্রতি তাদের আপডেটেড বাইক S 1000 RR লঞ্চের ঘোষণা করেছে। আপডেটেড মডেলটির দাম 20.25 লক্ষ টাকা। বর্তমানে এর প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। 2023-এর ফেব্রুয়ারি থেকে ডেলিভারি শুরু হবে। S 1000 RR-তে রয়েছে একটি 999CC ফোর সিলিন্ডার ইঞ্জিন। 6-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন। যার শক্তি উৎপাদন ক্ষমতা 207 বিএইচপি।
BMW সংস্থাটির BMW C 400 GT স্কুটারটি বর্তমানে ভারতের সর্বাধিক মূল্যের স্কুটার। স্কুটারটি গত বছর পুজোর মাস অর্থাৎ অক্টোবরে লঞ্চ হয়েছিল। যার দাম 10.40 লক্ষ টাকা। ভারতে BMW সংস্থাটির সদ্য লঞ্চ হওয়া BMW G 310 RR, G 310 R ও G 310 GS মার্কেট শেয়ারের 90% জুড়ে রয়েছে। এছাড়া তাদের অন্যান্য জনপ্রিয় টু-হুইলারগুলি হল – BMW S 1000 RR, R 1250 GS / GSA এবং C 400 GT স্কুটার।
এছাড়া তারা সম্প্রতি জয়টাউন দিল্লি এডিশনে CE 04 ইলেকট্রিক স্কুটাররের উপর থেকে পর্দা সরিয়েছে। এতে একটি 8.9 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। স্কুটারটি 129 কিলোমিটার রেঞ্জে ছোটে। ভারতীয় বাজারে এর দাম হতে পারে 10 লক্ষ টাকার কাছাকাছি। তবে জার্মান সংস্থাটি 2023-এ তাদের নতুন টু-হুইলারগুলির লঞ্চের প্রসঙ্গে বিশেষ কিছু জানায়নি।