Ducati 2021 SuperSport 950: ভারতে লঞ্চ হয়েছে ডুকাটির নতুন বাইক, দাম কত?
Ducati 2021 SuperSport 950: ডুকাটির নতুন আপডেটেড স্পোর্টস বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। Sport, Touring, Urban--- এই তিনটি রাইডিং মোড রয়েছে ডুকাটির ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ বাইকে।
ভারতে লঞ্চ হয়েছে ডুকাটি 2021 SuperSport 950 বাইক। ভারতীয় বাজারে এই বাইকের দাম শুরু হচ্ছে ১৩.৪৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। সম্প্রতি জানা গিয়েছে এই বাইকে রয়েছে একটি নতুন Euro5/BS 6-compliant ইঞ্জিন। আগের মডেলের তুলনায় নতুন বাইকের এক্সটিরিয়র লুক পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন অনেক ফিচার। ভারতে ডুকাটি নতুন 2021 SuperSport 950 বাইক লঞ্চ হয়েছে দুটো ভ্যারিয়েন্টে, স্ট্যান্ডার্ড এবং এস— এই দুই ভ্যারিয়েন্টে। ভারতে লঞ্চের অনেক আগেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল এই দুই বাইক।
ডুকাটির এই নতুন স্পোর্টস বাইকে রয়েছে রিডিজাইন করা fairings। এর ফলে আরও শক্তিশালী হয়েছে বাইকের বিভিন্ন ডায়নামিক ফিচার। বাইকের সাইড ভিউ অংশে যুক্ত হয়েছে নতুন ভেন্ট। ডুকাটির Panigale V4 বাইকের থেকে অনুপ্রাণিত হয়ে অনেক ফিচার যুক্ত হয়েছে এই বাইকে। ডুকাটির নতুন ২০২১ SuperSport 950 মডেলে সবচেয়ে চোখে পড়ার মতো যে আপডেট রয়েছে সেটি হল updated fairing। ডুকাটির আর একটি স্পোর্টস বাইক Panigale V4 থেকে অনুপ্রেরণা নিয়ে এই আপডেট যুক্ত হয়েছে নতুন SuperSport 950 বাইকে।
আর্কটিক হোয়াইট সিল্ক এবং ডুকাটি রেড— এই দুই রঙে যুক্ত হয়েছে ডুকাটির নতুন স্পোর্টস বাইক ২০২১ সুপার স্পোর্ট ৯৫০। এই বাইকে রয়েছে একটি আপডেটেড BS 6-compliant ৯৩৭ সিসি, L-twin সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে ১০৮.৬ bhp ম্যাক্সিমাম পাওয়ার বা সর্বোচ্চ শক্তি (9000 rpm) এবং ৯৩ Nm peak torque (6500rpm) শক্তি উৎপন্ন হয়। এই বাইকের ট্রান্সমিশন অপশনে রয়েছে একটি সিক্স স্পিড গিয়াবক্স। ডুকাটির এই নতুন বাইকে রয়েছে একটি trellis frame। এই ফ্রেম ফিচার দেখা যায় ইঞ্জিনের কাঠামোগত উপাদান হিসেবে। মূলত বাইকের চেসিসের স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে যুক্ত থাকে ইঞ্জিনের এই স্পেশ্যাল ফিচার trellis frame। এর ওজন খুব হাল্কা বলেই দাবি করেছেন ডুকাটি কর্তৃপক্ষ।
ডুকাটির নতুন আপডেটেড স্পোর্টস বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। Sport, Touring, Urban— এই তিনটি রাইডিং মোড রয়েছে ডুকাটির ২০২১ সুপার স্পোর্ট ৯৫০ বাইকে। এছাড়াও স্ট্যান্ডার্ড ভার্সানে রয়েছে একটি 43mm USD Marzocchi front forks এবং একটি Sachs rear mono-shock। সাসপেনশন কিটে দেখা যায় এইসব ফিচার। ডুকাটির নতুন বাইকের ‘এস’ ভ্যারিয়েন্টে রয়েছে একটি সম্পূর্ণ অ্যাডজাস্টেবল Ohlins সাসপেনশন সেটআপ এবং একটি প্যাসেঞ্জার সিট কভার।
ডুকাটির এই বাইকের তিনটি রাইডিং মোডের ক্ষেত্রেই পাওয়ার অ্যাডজাস্ট করার ফিচার রয়েছে। এছাড়াও এই বাইকে রয়েছে অ্যান্টি ব্রেকিং সাপোর্ট ফিচার। এর পাশাপাশি রয়েছে ডুকাটি ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুকাটি হুইলি কন্ট্রোল ফিচার। এছাড়াও এই বাইকে রয়েছে একটি ৪.৩ ইঞ্চির নতুন TFT ডিসপ্লে এবং উন্নত ইলেকট্রনিক্স।
আরও পড়ুন- Ola Electric Scooter: বাড়িতে বসেই কীভাবে ওলার এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি পাবেন, জেনে নিন