Ducati Scrambler Desert Sled Fasthouse: লিমিটেড এডিশনের এই বাইক লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Nov 02, 2021 | 11:37 AM

মাত্র ৮০০ ইউনিট অর্থাৎ ৮০০টি বাইক তৈরি হবে ডুকাটি Fasthouse এডিশনে। গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে এই বাইক।

Ducati Scrambler Desert Sled Fasthouse: লিমিটেড এডিশনের এই বাইক লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?
দেশে লঞ্চ হয়েছে ডুকাটি ইন্ডিয়ার নতুন বাইক।

Follow Us

ডুকাটি ইন্ডিয়া ভারতে লঞ্চ করেছে তাদের Scrambler Desert Sled Fasthouse লিমিটেড এডিশনের বাইক। জানা গিয়েছে, এই বাইকের দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা থেকে। ডুকাটি স্ক্র্যাম্বলার এবং আমেরিকার জামাকাপড়ের ব্র্যান্ড (ক্লোদিং ব্র্যান্ড) ফাস্টহাউস একত্রিত হয়ে এই বাইক তৈরি করেছে। এই দুই সংস্থার কোলাবরেশন উদযাপন করার জন্যই ভারতে ডুকাটির এই নতুন লিমিটেড এডিশনের বাইক লঞ্চ করা হয়েছে।

মাত্র ৮০০ ইউনিট অর্থাৎ ৮০০টি বাইক তৈরি হবে ডুকাটি Fasthouse এডিশনে। গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে এই বাইক। জানা গিয়েছে, standard Desert Sled- এর তুলনায় ডুকাটি স্ক্র্যাম্বলার Fasthouse এডিশনের দাম ১০ হাজার টাকা বেশি হবে। গ্লোবাল মার্কেটে ৮০০ ইউনিট বাইক পাওয়া যাবে এই তথ্য প্রকাশ্যে এলেও ভারতের বাজারে এই লিমিটেড এডিশনের বাইক কত ইউনিট লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। যদিও ডুকাটি ইন্ডিয়ার তরফে শোনা গিয়েছে, প্রথম পর্যায়ে Scrambler Desert Sled Fasthouse বাইক ইতিমধ্যেই ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছে।

ডুকাটি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিপুল চন্দ্র জানিয়েছেন, Scrambler Desert Sled বাইকের বুকিং শুরুর পর কয়েক মিনিটের মধ্যেই ভারতীয় বাজারে প্রথম ধাপের স্টক শেষ হয়ে গিয়েছে। ডুকাটির আর একটি বাইক মিন্ট ৪০০ মডেলের গ্র্যাফিক্স ব্যবহার করা হয়েছে এই নতুন লিমিটেড এডিশনের Ducati Scrambler Desert Sled বাইকে। মূলত কালো আর ধূসর রঙে লঞ্চ হবে এই বাইক। এছাড়াও রয়েছে জিওমেট্রিক ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক। এছাড়াও এই বাইকে রয়েছে ডুকাটি রেড ফিনিশ। সেই সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়াম নম্বর প্লেট। এই বাইকে রয়েছে ৮০৩ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন। বাইকের সামনের অংশে আছে ১৯ ইঞ্চি ইউনিট স্পোকড হুইলস। আর পিছনের অংশে রয়েছে ১৭ ইঞ্চির হুইল।

এছাড়াও মাস খানেক আগে ভারতে লঞ্চ হয়েছে ইতালির বাইক নির্মাণ সংস্থা ডুকাটির বাইক ২০২১ ডুকাটি মনস্টার। এই  দাম ১০.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম, ইন্ডিয়া)। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরে অর্থাৎ ২০২১ সালের শুরুতেই ডুকাটি মনস্টার বাইকের নতুন এডিশনের গ্লোবাল লঞ্চ হয়েছিল। নতুন ডুকাটি মনস্টার বাইকে রয়েছে একটি নতুন ইঞ্জিন। এই বাইকে রয়েছে SuperSport ৯৩৭ সিসি- র Testastretta L-twin ইঞ্জিন। এই নতুন অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে ১১০ bhp (৯২৫০ rpm) এবং ৯৩ Nm (৬৫০০ rpm) শক্তি উৎপন্ন হয়। আগের বাইকের তুলনায় নতুন ২০২১ ডুকাটি মনস্টার ওজনে প্রায় ১৮ কেজি হাল্কা।

আরও পড়ুন- Car Launch November 2021: চলতি বছর নভেম্বরেই ভারতে আসছে এইসব চোখ ধাঁধানো গাড়ি, রইল তালিকা

আরও পড়ুন- Ola Electric Scooter: নতুন করে ই-স্কুটার বুকিংয়ের দিন পিছিয়ে দিল ওলা ইলেকট্রিক

আরও পড়ুন- Fast Charging Network: নতুন করে ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং পরিকাঠামো তৈরি করছে বেঙ্গালুরুর স্টার্টআপ Ather Energy

Next Article