দু’চাকা ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে ভারতে যেন হুট করেই জোয়ার এসেছে। এখন প্রায় প্রতিদিনই এক প্রকার নিয়ম করে একের পর এক ইলেকট্রিক স্কুটার বা বাইক লঞ্চ করছে। এবার ভারতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার (New Electric Scooter) নিয়ে এল কোমাকি, যার নাম কোমাকি ডিটি ৩০০০ (Komaki DT 3000)। এই মুহূর্তে মার্কেটে উপলব্ধ একাধিক বৈদ্যুতিক স্কুটারকে জোরদার টক্কর দিতে চলেছে এই কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি। ভারতে এই বিদ্যুচ্চালিত স্কুটার নিয়ে আসা হয়েছে ১,১৫,০০০ টাকা (দিল্লি, এক্সশোরুম প্রাইস) দামে। শুক্রবার থেকেই দেশের সমস্ত কোমাকি ডিলারশিপের কাছে উপলব্ধ হয়ে গিয়েছে কোমাকি ডিটি ৩০০০ ই-স্কুটার।
একবার চার্জেই দৌড়বে ১৮০-২২০ কিলোমিটার
চলতি বছরে কোমাকি এই লেটেস্ট ডিটি ৩০০০ নিয়ে এখনও পর্যন্ত মোট তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। এর আগে সংস্থার রেঞ্জার ও ভেনিস নামেক বৈদ্যুতিক দু’চাকা গাড়ি দুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই নতুন কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩০০০ ওয়াট বিএলডিসি মোটর। সেই সঙ্গে দেওয়া হয়েছে ৬২ভি৫২এএইচ ব্যাটারি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জেই ১৮০-২২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, এই ই-স্কুটারের সর্বোচ্চ স্পিড ঘণ্টায় ৯০ কিলোমিটার।
একাধিক অত্যাধুনিক ফিচার্স
লুকের দিক থেকে কোমাকি ডিটি ৩০০০ ইলেকট্রিক স্কুটারটি কেমন হতে চলেছে, তার কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেনি কোমাকি। তাই স্কুটারটি কেমন দেখতে হতে চলেছে, তার জন্য আপনাকে নিকটবর্তী ডিলারশিপের কাছে পৌঁছে যেতে হবে অথবা অনলাইনে প্রকাশিত হওয়ার জন্য আর দু-একদিন অপেক্ষা করতে হবে। কোমাকি ইলেকট্রিক ডিভিসনের ডায়রেক্টর গুঞ্জন মলহোত্র বলছেন, এর আগের একাধিক কোমাকি মডেল দিয়ে ভারতের গ্রাহকদের মন জয় করার পর আমরা এবারে ডিটি ৩০০০ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি। তিনি আরও জানিয়েছেন যে, এই গাড়িটি ইলেকট্রিক সেগমেন্টে অতুলনীয় হতে চলেছে কারণ এতে রয়েছে একটি ৩০০০ ওয়াট বিএলডিসি মোটর এবং একটি ৬২ভি৫২এএইচ পেটেন্ট লিথিয়াম ব্যাটারি। প্রায় ১২টিরও বেশি অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।
একের পর এক ইলেকট্রিক স্কুটার
ভারতে পেট্রল-ডিজ়েলের মাত্রাতিরিক্ত দাম বাড়ার ফলে আখেরে ইলেকট্রিক যানবাহন নির্মাতারাই লাভবান হচ্ছেন বলে মনে করা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির প্রতি ক্রেতাদের যে ঝোঁক বাড়ছে, তা একদম পরিষ্কার। চলতি সপ্তাহেই এই নিয়ে মোট চারটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে। তাদের মধ্যে রয়েছে ক্রেয়ন এনভি, আইভূমির এস১ ও জিৎ নামক দুটি মডেল, ওকিনাওয়া ওখি ৯০ এবং শুক্রবার লঞ্চ হওয়া কোমাকি ডিটি ৩০০০। আগামী কয়েক মাসে ভারতে গুচ্ছের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে, যার মধ্যে কিছু আবার জনপ্রিয় কয়েকটি সংস্থার। তাই আগামী দিনে ইলেকট্রিক স্কুটারের প্রতিযোগিতা যে দেশে আরও বাড়তে চলেছে, তা বুঝতে রকেট সায়েন্স জানার দরকার হয় না।
আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার চালাতে লাগবে না ড্রাইভিং লাইসেন্স! দাম মাত্র ৬৪ হাজার টাকা