New Maruti Suzuki WagonR: নতুন ওয়াগনআর নিয়ে এল মারুতি সুজ়ুকি, দাম ৫.৩৯ লাখ টাকা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 26, 2022 | 4:34 PM

Maruti Suzuki WagonR 2022 Price, Specifications: মারুতি সুজ়ুকি একটি নতুন ওয়াগনআর নিয়ে হাজির হল। এই গাড়ির দাম ও স্পেসিফিকেশনস জেনে নিন।

New Maruti Suzuki WagonR: নতুন ওয়াগনআর নিয়ে এল মারুতি সুজ়ুকি, দাম ৫.৩৯ লাখ টাকা
নতুন সেই ওয়াগনআর।

Follow Us

দেশের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজ়ুকি (Maruti Suzuki) তার জনপ্রিয় গাড়ি ওয়াগনআর (WagonR)-এর একটি আপডেটেড ভার্সন নিয়ে এল। এই নতুন হ্যাচব্যাক ওয়াগনআর-এর দাম ৫.৩৯ লাখ টাকা থেকে ৭.১০ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে। এই নতুন মারুতি ওয়াগনআর (New Maruti Suzuki WagonR) গাড়িটির পাওয়ারের জন্য রয়েছে কে-সিরিজ় ১ লিটার এবং ১.২ লিটারের ইঞ্জিন ও তার সঙ্গে অনবদ্য স্টার্ট-স্টপ টেকনোলজি। গাড়িটির এক লিটার ইঞ্জিন ভ্যারিয়েন্টের দাম ৫.৩৯ লাখ টাকা থেকে ৬.৮১ লাখ টাকার মধ্যে। অন্য দিকে ১.২ লিটার ভ্যারিয়েন্টের দাম ৫.৯৯ লাখ টাকা থেকে ৭.১০ লাখ টাকার মধ্যে।

নতুন মারুতি সুজ়ুকি ওয়াগনআর গাড়িটি পেট্রল ও এস-সিএনজি দুই ভ্যারিয়েন্টেই উপলব্ধ হয়েছে। এদের মধ্যে ১ লিটারের ইঞ্জিনটি পেট্রলের ক্ষেত্রে প্রতি লিটারে ২৫.১৯ কিলোমিটার ফুয়েল এফিসিয়েন্সি দিতে পারে। এই পরিসংখ্যান ওয়াগানআর গাড়ির আগের মডেলের থেকে প্রায় ১৬ শতাংশ হাই। এস-সিএনজির ক্ষেত্রে এই পরিসংখ্যানই আবার প্রতি লিটারে ৩৪.০৫ কিলোমিটার এবং এক্ষেত্রেও তা আগের মডেলের তুলনায় ৫ শতাংশ হাই। অন্য দিকে আবার ১.২ লিটারের পেট্রল মডেল প্রতি লিটারে ২৪.৪৩ কিলোমিটার ডেলিভার করতে পারে, যা আউটগোয়িং মডেলের থেকে প্রায় ১৯ শতাংশ হাই।

এই নতুন ওয়াগনআর গাড়িতে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই রকমেরই গিয়ার শিফট ট্রান্সমিশন অপশন রয়েছে। আগের মডেলের তুলনায় এই নতুন মডেলের ইন্টিরিয়ার ও এক্সটিরিয়ার ডিজ়াইন সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গেই দেওয়া হয়েছে, নিউ এজ সেফটি ও কনভিনিয়েন্স ফিচার্স।

ওয়াগনআর গাড়ির এই নতুন ভার্সন লঞ্চ করে মারুতি সুজ়ুকি ইন্ডিয়ার মার্কেটিং ও সেলস দফতরের সিনিয়ার এগজ়িকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব বলছেন, “১৯৯৯ সালের লঞ্চ করার পর থেকেই ওয়াগনআর বিভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছে। কম দামের মধ্যে চালকদের এই গাড়িটি সেরার সেরা ফিচার্স, ডিজ়াইন ও পারফর্ম্যান্স দিতে সক্ষম হয়েছে।” সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে, মারুতি সুজ়ুকির পোর্টফোলিওর মধ্যে ওয়াগনআরই একমাত্র গাড়ি যেটি যতবার আপগ্রেড করা হয়েছে, ততবারই তার বিক্রির শতকরা হিসেব বেড়ে গিয়েছে।

শ্রীবাস্তবের কথায়, “প্রতি চারজনের মধ্যে একজন ওয়াগনআর ব্যবহারকারী নিজেদের একটি নতুন ওয়াগনআরে আপগ্রেড করিয়ে নেন। বছরের পর বছর ধরে ওয়াগনআর প্রায় ২.৭ মিলিয়ন ভারতীয় পরিবারের পাকাপাকি সদস্য হয়ে গিয়েছে।” শশাঙ্ক শ্রীবাস্তব আরও বললেন, “আমরা একপ্রকার নিশ্চিত যে, এই নতুন ওয়াগনআর কনজ়িউমারের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে। আরও ভারতীয় পরিবারের সদস্য হতে চলেছে নতুন মারুতি ওয়াগনআর মডেলটি।”

মারুতি সুজ়ুকির এই নতুন ওয়াগনআর মডেলে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, হিল হোল্ড অ্যাসিস্ট যা এজিএস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে। রয়েছে ১৭.৭৮ সেন্টিমিটার স্মার্টপ্লে স্টুডিও, যা স্মার্টফোন নেভিগেশনের সঙ্গেই কাজে লাগবে। সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগস, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও তার সঙ্গে ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন বা ইবিডি, ফ্রন্ট সিট বেল্ট রিমাইন্ডার, হাই-স্পিড অ্যালার্ট সিস্টেম এবং রিয়ার পার্কিং সেন্সর।

আরও পড়ুন: এবার ভারতের আসছে হন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার, কেমন ফিচার্স থাকতে পারে, জেনে নিন

আরও পড়ুন: হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক কনভার্সন কিট এল বাজারে, একবার চার্জে ১৫১ কিলোমিটার রেঞ্জ

আরও পড়ুন: এবার ভারতে আসছে ভেসপার ইলেকট্রিক স্কুটার, দাম ও ফিচার্স কেমন হতে পারে, জেনে নিন

Next Article