Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IME Rapid ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল মাত্র 99,000 টাকায়, এক চার্জে 300 কিলোমিটার রেঞ্জ

মোট তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হবে ই-স্কুটারটি, যাদের রেঞ্জ যথাক্রমে 100, 200 এবং 300 কিলোমিটার। MY EV IME Rapid ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড 80 কিলোমিটার প্রতি ঘণ্টা। IME Rapid ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 99,000 টাকা থেকে এবং তার হাই-ভ্যারিয়েন্টের দাম 1.48 লাখ টাকা।

IME Rapid ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল মাত্র 99,000 টাকায়, এক চার্জে 300 কিলোমিটার রেঞ্জ
এসে গেল নতুন ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 6:41 PM

Latest Electric Scooter: ফের দেশে একটি সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল। MY EV Store নামক একটি মাল্টি-ব্র্যান্ড ই-মোবিলিটি রিটেল স্পোস সেই ফ্ল্যাগশিপ ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করেছে, যার নাম IME Rapid। মোট তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হবে ই-স্কুটারটি, যাদের রেঞ্জ যথাক্রমে 100, 200 এবং 300 কিলোমিটার। MY EV IME Rapid ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড 80 কিলোমিটার প্রতি ঘণ্টা। IME Rapid ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 99,000 টাকা থেকে এবং তার হাই-ভ্যারিয়েন্টের দাম 1.48 লাখ টাকা। এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে দিয়ে একটা বড় অংশের গ্রাহকের কাছে পৌঁছে যেতে চাইছে MY EV Store।

পাওয়ারের জন্য ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে 200W মোটর এবং তার ব্যাটারি ক্যাপাসিটি 60V- 26/52/72 AH। ঘণ্টায় এই ইলেকট্রিক স্কুটার 80 কিলোমিটার সর্বাধিক স্পিড দিতে পারে। দক্ষতা ও কর্মদক্ষতা উভয়ই নিশ্চিত করছে ইলেকট্রিক স্কুটারটি। তার থেকেও বড় কথা হল, স্কুটারের সঙ্গে ওয়ারান্টি তো মিলছেই, স্পেয়ার পার্টস যাতে সমস্ত জায়গায় খুব সহজেই পাওয়া যায় তার জন্য ঝক্কিমুক্ত সার্ভিসিংয়েরও বন্দোবস্ত করেছে সংস্থাটি।

আপনি যদি একবারে এই ইলেকট্রিক স্কুটার কিনতে না পারেন, তাহলে কোনও চিন্তা নেই। কারণ, বিভিন্ন কিস্তিতে যাতে মানুষ এই ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে পারেন, তার জন্য কোটাক মাহিন্দ্রা, শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে জুটি বেঁধেছে সংস্থাটি।

MY EV IME Rapid ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করে সংস্থার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর পুনিত গোওড়া বলছেন, “দেশে বায়ুদূষণ যে হারে বাড়ছে, তাতে জরুরি পদক্ষেপ ছাড়া আর কোনও উপায় নেই। একমাত্র বৈদ্যুতিক যানবাহনই কার্যকর সমাধান অফার করে। IME Rapid-এ আমরা এমনই একটা নতুন স্কুটার নিয়ে এসেছি, যা আগের সমস্ত মানদণ্ডকে ছাপিয়ে গিয়েছে এবং টেকসই পরিবহনকে কেবল কার্যকরই নয় বরং সুবিধাজনক করে তুলেছে।”

IME Rapid ইলেকট্রিক স্কুটারটি প্রাথমিকভাবে বেঙ্গালুরুর মার্কেটের জন্যই নিয়ে আসা হয়েছে। সমগ্র কর্ণাটক-জুড়ে ই-স্কুটারটি খুবই দ্রুত ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি। পরবর্তীতে দেশের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে ইলেকট্রিক স্কুটারটি, সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। পুনিত গোওড়া বলছেন, “বর্তমানে বেঙ্গালুরুতে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করার জন্য একটি ফ্র্যাঞ্চাইজ়ি মালিকানাধীন কোম্পানি অপারেটেড (FOCO) মডেলের উপর ফোকাস করা হচ্ছে। আমরা শীঘ্রই কর্ণাটক জুড়ে 15 থেকে 20টি শহরে আমাদের IME Rapid লঞ্চ করব।”