এখনই Ola, Bajaj, TVS বা Ather ইলেকট্রিক স্কুটার কিনলে 35,000 টাকা কম দামে, জলদি করুন
Ola Electric, Ather Energy এবং Bajaj Auto-সহ আরও একাধিক সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, জুন মাস থেকেই তারা তাদের প্রডাক্টের দাম বাড়াবে। সে ক্ষেত্রে এই সব কোম্পানির ই-স্কুটারের দাম 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত বাড়তে চলেছে।
Electric Scooters Price: ভারতে ইলেকট্রিক স্কুটার খুবই জনপ্রিয়তা পাচ্ছে। তবে, এই জনপ্রিয়তা কতদিন পর্যন্ত থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 1 জুন, 2023 থেকে প্রায় প্রতিটি সংস্থার ইলেকট্রিক স্কুটারের দাম বাড়বে। কেন্দ্রীয় সরকার FAME 2 সাবসিডি বা ভর্তুকির পরিমাণ কমিয়ে দিচ্ছে। স্বাভাবিক ভাবেই তার ফলে পণ্যের দাম বাড়বে। তাই, এখনই যাঁরা Ola, Ather, Bajaj Chetak, TVS iQube বা অন্য কোনও সংস্থার ই-স্কুটার কিনবেন, তাঁরা 35,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
FAME 2 ভর্তুকি: বিষয়টা ঠিক কী
এখানে FAME অর্থে ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ভেহিকলস ইন ইন্ডিয়া। 2015 সালে এই স্কিম প্রথম নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য ছিল, পরিবেশবান্ধব গাড়ির প্রোডাকশনের বিষয়ে প্রচার করা। ভর্তুকির দ্বিতীয় পর্যায়টি লঞ্চ করা হয় 2019 সালের 1 এপ্রিল। প্রাথমিক ভাবে এই পর্যায়টি 2022 মার্চ পর্যন্ত বৈধ থাকলেও তা পরবর্তীতে তা 31 মার্চ, 2023 করে দেওয়া হয়।
FAME 2 প্রকল্পের জন্য সরকার ভর্তুকির আকারে 10,000 টাকা বরাদ্দ করেছে। তার থেকেও বড় কথা বৈদ্যুতিক দু-চাকা গাড়ির চাহিদা বাড়ানোর লক্ষ্যে ভারী শিল্পমন্ত্রক ইনসেন্টিভের পরিমাণ কিলোওয়াট প্রতি 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা কিলোওয়াট প্রতি ঘণ্টা করেছে। 2021 সালের জুনে এর সর্বোচ্চ ক্যাপ 20 শতাংশ থেকে 40 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি দেশের ক্রমবর্ধমান বৈদ্যুতিক টু-হুইলার শিল্পকে অত্যন্ত উৎসাহ দিয়েছে, পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে।
FAME 2 ভর্তুকি: কোন পর্যায়ে যেতে চলেছে
1 জুন, 2023 থেকে বৈদ্যুতিক দু-চাকার গাড়িতে দেওয়া FAME ভর্তুকি বর্তমান 15,000 টাকা প্রতি kWh থেকে কমিয়ে 10,000 টাকা প্রতি kWh-এ নামিয়ে আনা হবে। এছাড়া ভর্তুকির সর্বোচ্চ সীমা বর্তমান ইলেকট্রিক স্কুটার বা বাইকের MRP-তে 40 শতাংশ থেকে 15 শতাংশে নামিয়ে আনা হবে। সরকারের এই ভর্তুকি কমার ফলেই ইলেকট্রিক স্কুটারগুলির দাম বাড়বে।
দাম বাড়ছে ইলেকট্রিক স্কুটারের
Ola Electric, Ather Energy এবং Bajaj Auto-সহ আরও একাধিক সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, পরের মাস থেকেই তারা তাদের প্রডাক্টের দাম বাড়াবে। সে ক্ষেত্রে এই সব কোম্পানির ই-স্কুটারের দাম 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। তবে, তা নির্ভর করছে সেই ই-স্কুটার মডেলের উপরে। তাই, 1 জুনের আগে আপনি ইলেকট্রিক স্কুটার ক্রয় করলে কম দামেই তা বাড়ি নিয়ে আসতে পারবেন।
এই মুহূর্তে ই-স্কুটারের দাম
Ather 450X – 98,079 টাকা থেকে 1.28 লাখ টাকার মধ্যে।
Bajaj Chetak – 1.22 লাখ টাকা থেকে 1.52 লাখ টাকার মধ্যে।
TVS iQube – 1.06 লাখ টাকা।
Ola S1 Air – 84,999 টাকা থেকে 1.10 লাখ টাকার মধ্যে।
Ola S1 ও S1 Pro – 1.15 লাখ টাকা থেকে 1.25 লাখ টাকার মধ্যে।