Simple One Pre Booking: মাত্র ১,৯৪৭ টাকায় প্রি-বুক করুন সিম্পল ওয়ানের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটির দাম ১,১০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার মধ্যে হবে। প্রথমে ভারতের ১৩ টি রাজ্যে এই স্কুটারটি আত্মপ্রকাশ করবে।
বেঙ্গালুরুর ইলেকট্রিক গাড়ির স্টার্ট-আপ কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার ‘Simple One’-এর প্রি-বুকিংয়ের কথা ঘোষণা করল। সিম্পল ওয়ান ১৫ অগাস্ট, ২০২১ থেকে চালু হবে। সেদিনই বিকেল ৫ টা থেকে ১,৯৪৭ টাকা দিয়ে এই গাড়ির প্রি-বুকিং শুরু হবে। কোম্পানির তরফ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা করে বলা হয়েছে, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গাড়িটি বুক করা যাবে এবং প্রি-বুকিংয়ের টাকা রিফান্ডেবল হবে। একবার এই স্কুটারের প্রোডাকশন শুরু হয়ে গেলে, প্রি-বুকিং করা মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।
সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা ও CEO সুহাস রাজকুমার (Suhas Rajkumar) বলেন, “সিম্পল ওয়ানের মাধ্যমে আমরা ইভি (EV) ইন্ডাস্ট্রিতে একটা যুগান্তর আনতে চলেছি। তাই, ১৫ ই অগাস্ট আমাদের জন্যও একটি ঐতিহাসিক দিন।”\
সিম্পল এনার্জি তাদের পোর্টেবল ব্যাটারি প্যাক সম্বন্ধেও কিছু তথ্য জানিয়েছে। ব্যাটারি প্যাকটির ওজন হবে মাত্র ৬ কেজি এবং ইলেকট্রিক স্কুটার থেকে খুলে নিয়ে খুব স্বচ্ছন্দেই চার্জ দিতে নিয়ে যাওয়া যাবে। ব্যাটারিটি ৮.৮ কিলোওয়াট লিথিয়াম-আয়নের হবে যা ইকো মোডে ২৪০ কিলোমিটার পর্যন্ত চলবে।গাড়িটির সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিমি/ঘণ্টা এবং ৬.৬ সেকেন্ডে ০ থেকে ৫০ কিলোমিটারের গতি নিতে পারবে। সিম্পল ওয়ানের একটি মিড-ড্রাইভ ইলেকট্রিক মোটর থাকবে। সিম্পল ওয়ানে বেশ কিছু স্মার্ট ফিচার থাকবে যেমন টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল, অনবোর্ড নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এর ব্যাপারে আরও বিস্তারে ২০ অগাস্টের পর জানা যাবে।
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারটির দাম ১,১০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার মধ্যে হবে। প্রথমে ভারতের ১৩ টি রাজ্যে এই স্কুটারটি আত্মপ্রকাশ করবে। কোম্পানিটি তামিলনাড়ুর হোসুরে ২,০০,উঅ বর্গফুট জায়গার কারখানায় কাজ করছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে তারা বার্ষিক ১ লক্ষ স্কুটার উৎপাদনের কথা ভাবছে।
আরও পড়ুন: মাহিন্দ্রার নতুন গাড়িতে থাকছে সনির ১২-স্পিকার সাউন্ড সিস্টেম