AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই দুই Tata SUVতে 1.40 লাখ টাকা পর্যন্ত ছাড়, কত দামে পাবেন এখন?

Tata Harrier And Facelift OFFERS: রিপোর্ট থেকে জানা গিয়েছে, সাফারি ও হ্যারিয়ার গাড়ি দুটির প্রি-ফেসলিফ্ট ভার্সনে 1.40 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারেন কাস্টমাররা। এখানে বেনিফিট অর্থে ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট অফারের মতো একাধিক আকর্ষণীয় অফার রয়েছে।

এই দুই Tata SUVতে 1.40 লাখ টাকা পর্যন্ত ছাড়, কত দামে পাবেন এখন?
এক ধাক্কায় অনেকটাই সস্তা টাটা সাফারি এবং হ্যারিয়ার।
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 12:58 PM
Share

গত মাসেই Tata Motors দেশের বাজারে Harrier ও Safari এই গাড়ি দুটির আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। দুটি SUVই তাদের ফেসলিফ্ট ভার্সনে আত্মর্রকাশ করেছে। কিন্তু তাতে কী! Tataর কাছে যে এখনও Harrier ও Safari দুটি গাড়িরই প্রি-ফেসলিফ্ট গাড়ি রয়েছে। আর সেই গাড়ি দুটিই এবার আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে।

একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, সাফারি ও হ্যারিয়ার গাড়ি দুটির প্রি-ফেসলিফ্ট ভার্সনে 1.40 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারেন কাস্টমাররা। এখানে বেনিফিট অর্থে ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট অফারের মতো একাধিক আকর্ষণীয় অফার রয়েছে।

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Harrier ও Safari দুটি গাড়িরই প্রি-ফেসলিফ্ট ভার্সনে 1.40 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। তার মধ্যে রয়েছে, 75,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 50,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। শুধু তাই নয়। তার উপরেও আবার 15,000 টাকা পর্যন্ত কর্পোরেট অফার থাকছে।

হ্যারিয়ার ও সাফারি, এই গাড়ি দুটির প্রি-ফেসলিফ্ট ভার্সনগুলি সদ্য লঞ্চ হওয়া ফেসলিফ্টেড ভার্সনের সঙ্গে মেকানিক্যালি অনেকটাই এক। তবে গাড়ি দুটিতে ফেসলিফ্টের একাধিক নতুন ফিচার নেই। নতুন SUVগুলিতে রয়েছে অ্যাডাপ্টিভ ক্রুজ় কন্ট্রোল সহযোগে ADAS, সাতটি এয়ারব্যাগ, প্যাডেল শিফ্টার, ডুয়াল জ়োন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও তার সঙ্গে টাচ ভিত্তিক কন্ট্রোল প্যানেল।

সেই সঙ্গেই আবার নতুন গাড়িতে দেওয়া হয়েছে উজ্জ্বল লোগো সহযোগে একটি নতুন স্টিয়ারিং হুইল। এছাড়া রয়েছে 12.3 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, নেভিগেশন ডিসপ্লে সমেত একটি 10.25 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি 10-স্পিকার JBL অডিও সিস্টেম।

বনেটের নিচে আগের মতোই নতুন Harrier ও Safari গাড়ি দুটিতে রয়েছে একই 2.0 লিটারের 4 সিলিন্ডার ডিজ়েল ইঞ্জিন, যা 168 BHP এবং 350 Nm চার্ন আউট করতে পারে। এই ইঞ্জিনটি পেয়ার করা থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল বা 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে।