AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TVS iQube ইলেকট্রিক স্কুটারের দামে হঠাৎ পরিবর্তন, কত হল নতুন দাম?

TVS iQube ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 1.66 লাখ টাকা থেকে এবং তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম 1.68 লাখ টাকা। প্রতিটি মডেলের দামই বেঙ্গালুরুর এক্স-শোরুমের এবং FAME II ভর্তুকি ব্যতিরেকে। এই দুটি ভ্যারিয়েন্টের দামই যথাক্রমে 9,000 টাকা করে বাড়ানো হয়েছে।

TVS iQube ইলেকট্রিক স্কুটারের দামে হঠাৎ পরিবর্তন, কত হল নতুন দাম?
এখন চার্জারের দাম আর অতিরিক্ত হিসেবে নেওয়া হবে না!!
| Edited By: | Updated on: May 12, 2023 | 8:51 PM
Share

TVS Motor Company তার iQube ইলেকট্রিক স্কুটারের দাম আপডেট করেছে। কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছে, এবার তার সঙ্গে চার্জার অফার করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এই ই-স্কুটারের দামও এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। TVS iQube ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 1.66 লাখ টাকা থেকে এবং তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম 1.68 লাখ টাকা। প্রতিটি মডেলের দামই বেঙ্গালুরুর এক্স-শোরুমের এবং FAME II ভর্তুকি ব্যতিরেকে। এই দুটি ভ্যারিয়েন্টের দামই যথাক্রমে 9,000 টাকা করে বাড়ানো হয়েছে।

যদি 51,000 টাকার FAME II ভর্তুকি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে TVS iQube-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম হয়ে যাবে 1.21 লাখ টাকা এবং iQube S-এর দাম হয়ে যাবে 1.32 লাখ টাকা। এই দাম এখন ধার্য করা হচ্ছে 650 ওয়াটের চার্জার অন্তর্ভুক্ত করার পরেই। যদিও iQube S সেই দিক থেকে দেখতে গেলে দামি হয়ে যাচ্ছে অতিরিক্ত সফটওয়্যার চার্জ হিসেবে 9,440 টাকারও বেশি প্রয়োগ করার পরে। এই দাম এক্স-শোরুম প্রাইসের উপরেই বসানো হবে।

আগেও TVS iQube বিক্রি করা হত অফরোড চার্জার একত্রিত করে। কিন্তু তার দাম আলাদা একটা ইউনিট হিসেবে যোগ করা হত। যদিও কাস্টমারদের একই টাকা খরচ করতে হত। কিন্তু সেই পরিমাণ টাকাই এখন FAME II ভর্তুকি অন্তর্ভুক্ত করে সরকারের তরফে বান্ডল হিসেবে অফার করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এত কিছুর পরেও দেখা যাচ্ছে iQube-এর এক্স-ফ্যাক্টরি খরচ 1.5 লাখ টাকার মধ্যেই থাকছে। তার ফলেই স্কুটারটি FAME II ভর্তুকির অন্তর্ভুক্ত হচ্ছে।

চলতি মাসের শুরুতেই TVS Motor, Ola Electric, Ather Energy এবং Hero MotoCorp-এর মতো সংস্থাগুলি তাদের কাস্টমারদের কাছে চার্জারের জন্য নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে। গুডউইল বেনিফিট স্কিমে যে সব কাস্টমাররা 1.5 লাখ টাকা লিমিটের বেশি খরচা করেছেন তাঁদের ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে গিয়ে, তাঁরাই এই ছাড় পাবেন। TVS-এর তরফ থেকে জানানো হয়েছে, প্রতি ভেহিকলে গড়পড়তা রিফান্ডের অঙ্কটা হল 1,700 টাকা। জানা গিয়েছে, সব মিলিয়ে TVS-কে তাদের কাস্টমারদের 15-16 কোটি টাকা দিতে হবে রিফান্ড হিসেবে।