মাত্র 99 টাকায় রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে এই কোম্পানি
Affordable Recharge Plan: অনেকেই মনে করেন, 100 টাকার কমে কোনও রিচার্জ প্ল্যানই হয় না। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা জানানো হবে, যা 100 টাকার কমে পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনার ফোনে এই সিম থাকতে হবে।

আজকাল স্মার্টফোন ব্যবহার করা মানেই একগাদা খরচ। রিচার্জেই চলে যায় অনেক টাকা। কেউ কেউ শুধুই কলিং চান, কিন্তু তার জন্য ঠিক কত টাকার রিচার্জ করবেন, তা কিছুতেই বুঝতে পারেন না। এদিকে আবার অনেকেই মনে করেন, 100 টাকার কমে কোনও রিচার্জ প্ল্যানই হয় না। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা জানানো হবে, যা 100 টাকার কমে পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনার ফোনে BSNL-এর সিম থাকতে হবে। তাহলেই আপনি এই সুবিধা পাবেন। BSNL গ্রাহকদের 100 টাকার কম দামে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা অফার করে।
রিচার্জ প্ল্যানটির দাম কত?
এখানে আপনাকে বিএসএনএল-এর 99 টাকার প্ল্যানের কথা বলা হচ্ছে। এই প্ল্যানের বিশেষ বিষয় হল এটি অনেক কম দামের একটি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের 18 দিনের বৈধতা দেওয়া হয়।
BSNL-এর 99 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবেন?
এই সরকারি টেলিকম কোম্পানির 99 টাকার প্ল্যান হল একটি STV (স্পেশাল ট্যারিফ ভাউচার)। এটি সারা দেশের সমস্ত গ্রাহকরা রিচার্জ করতে পারবে। এই প্ল্যানটিতে 18 দিনের বৈধতা পাওয়া যায়। আর সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিংয়েরও সুবিধা রয়েছে। তবে এই প্ল্যানে গ্রাহকদের এসএমএস বা ডেটা সুবিধা দেওয়া হয় না। ফলে আপনার যদি ডেটার প্রয়োজন হয়, তবে আপনার আলাদা ডেটা ভাউচার রিচার্জ করতে হবে। এই প্ল্যানে আপনি কোনও রকম ইন্টারনেটের সুবিধা পাবেন না।
BSNL-এর 4G নেটওয়ার্ক…
এই প্রিপেইড প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য খুব ভাল, যারা কম বাজেটে একটি প্রিপেইড প্ল্যান চান। যাইহোক, BSNL-এর একটি সমস্যা হল যে, কোম্পানি ভারত জুড়ে 4G নেটওয়ার্কও অফার করে না। BSNL বর্তমানে সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করতে চলেছে এবং কোম্পানির মতে, পরবর্তীকালে তা 5G-তে আপগ্রেড করা হবে। আপনার যদি 2G/3G সিম থাকে, তাহলে আপনি BSNL 4G সিমে আপগ্রেড করে নিতে পারবেন।
