কল অফ ডিউটি মোবাইল ২ গেম নিয়ে জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে, সূত্রের খবর অন্তত তেমনই। জনপ্রিয় কল অফ ডিউটি মোবাইল গেমের সিক্যুয়েল হতে চলেছে কল অফ ডিউটি মোবাইল ২ (Call Of Duty Mobile 2)। জানা গিয়েছে, এই গেমটি COD অভিজ্ঞতা দিতে চলেছে, যা গেমাররা সাধারণত পিসি এবং কনসোল ভার্সনে পেয়ে থাকেন। ইতিমধ্যেই এই সিক্যুয়েল গেমটির জন্য টিম ওয়ার্ক গ্যাদার করে রেখেছে অ্যাক্টিভিজ়ন (Activision) এবং এটি পিসি ভার্সন: ওয়ারজ়োন থেকে বীভৎস মোড পেতে চলেছে বলেও জানা গিয়েছে।
এর আগে অ্যাক্টিভিজ়নের তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছিল যে, নতুন মোবাইল টাইটেল নিয়ে কাজ করছে তারা। কিন্তু পরবর্তীতে iFerg যিনি অত্যন্ত জনপ্রিয় COD মোবাইল স্ট্রিমার হিন্ট দিয়েছেন যে, এই গেম ডেভেলপার সংস্থা কল অফ ডিউট মোবাইল নিয়ে কাজ করছে। তিনি জানিয়েছেন যে, অ্যাক্টিভিজ়ন একটি নতুন টিমও তৈরি করেছে, যার এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। শীঘ্রই গেমটি লঞ্চ করে যাবে বলে মনে করা হচ্ছে। তবে তার লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানা যায়নি।
কল অফ ডিউটি মোবাইল ২ সংক্রান্ত খুঁটিনাটি
এই স্ট্রিমার আরও জানিয়েছেন যে, কল অফ ডিউটি মোবাইল ২ আনরিয়াল ইঞ্জিন-ভিত্তিক হতে চলেছে। আগের থেকে অনেকটাই পরিণত গেমপ্লে ডায়নামিক্স অফার করতে চলেছে এটি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, এই গেমপ্লে পিসি/কনসোল কাউন্টারপার্টের সঙ্গেও জোরদার টক্কর দিতে চলেছে।
সবথেকে বড় আপগ্রেড হতে চলেছে ওয়ারজ়োন মোড, যা এই গেমের অঙ্গ হতে পারে বলে মনে করা হচ্ছে। কল অফ ডিউটি ওয়ারজ়োন ইতিমধ্যেই ভক্ত ও গেমারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গেমের ফ্রি টু প্লে প্রকৃতি এবং টপ রেটেড গ্রাফিক্স। পাশাপাশি মনে করা হচ্ছে, কল অফ ডিউটি মোবাইল ২ গেমেও একই অভিজ্ঞতা রেপ্লিকেট করতে পারে।
যদিও এই গেমের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই যে হাইপ তৈরি হয়েছে, সেখান থেকে মনে করা হচ্ছে গেমটি নিয়ে শীঘ্রই বড় কোনও ঘোষণা করতে পারে অ্যাক্টিভিজ়ন। কল অফ ডিউটি ভ্যানগার্ডের পিসি ও কনসোলের লেটেস্ট ভার্সন খুব সম্প্রতি রিলিজ করেছে স্টুডিও।
প্রসঙ্গত, এই কল অফ ডিউটি হল মোবাইল ভার্সনের জন্য স্টুডিওর সোল টাইটেল। ২০১৯ সালে এই গেমটি লঞ্চ করা হয়েছিল। তার পর থেকে মোবাইল গেমিং কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল কল অফ ডিউট। এমনকি লঞ্চের দু’বছর পরও অ্যাক্টিভিজ়ন, পিসি ভার্সন থেকে নতুন কনটেন্ট এবং জনপ্রিয় একাধিক ম্যাপ যোগ করে চলেছে। সেই সঙ্গেই আবার রয়েছে গেমপ্লে এলিমেন্ট যোগ করার প্রক্রিয়াও। এই মুহূর্তে গেমটি পাবজি নিউ স্টেট এবং ফ্রি ফায়ার ম্যাক্সের সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে।
আরও পড়ুন: Garena Free Fire: ১৮ বছরের কম বয়সীরা ফ্রি ফায়ার খেলতে পারবেন?
আরও পড়ুন: Netflix New Mobile Games: অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ফের তিনটি নতুন গেম লঞ্চ করল নেটফ্লিক্স