দেশের গেমিং (Gaming) মার্কেটে জাঁকিয়ে বসেছে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। প্রতি মাসেই গেমারদের সুবিধার্থে নতুন আপডেট নিয়ে হাজির হয় ক্রাফ্টন-এর এই ব্যাটল রয়্যাল গেমটি। তার দেখাদেখিই এবার প্রতিযোগী গেম ডেভেলপার অ্যাক্টিভিসন তার জনপ্রিয় গেম সিওডি মোবাইল (COD Mobile) আরও একাধিক ফিচার্স দিয়ে গেমপ্লে অভিজ্ঞতা মজবুত করতে নতুন আপডেট রোল আউটের দিকে এগিয়ে চলেছে। এই গেম মেকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, কল অফ ডিউটি মোবাইলের পরবর্তী সিজ়ন থেকে গেমাররা কী কী আশা করতে পারেন। সিওডি মোবাইলের সিজ়ন ৪-এ একটি নতুন মোড দেওয়া হচ্ছে। সংস্থাটি আশ্বাস দিয়েছে যে, সেই মোডটি ব্যাটল রয়্যাল গেম খেলার একটি নতুন পন্থা নিয়ে আসছে। মনে করা হচ্ছে, টিমমেটদের সঙ্গে গেমটি খেলার জন্য গেমপ্লে আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। এছাড়াও এই নতুন সিজ়নে থাকছে দুটি নতুন ম্যাপ, যাতে গেমাররা আরও অন্বেষণের সুযোগ পেয়ে যান এবং প্রতিবার একই মানচিত্রের সেটে যেন তাঁদের খেলতে বিরক্ত না লাগে।
ওয়াইল্ড ডগ ফিচার
সিওডি মোবাইল সিজ়ন ৪-এর প্রথম সবথেকে বড় ফিচারটি হল স্যান্ডস্টর্ম মোড, যা গেমপ্লেকে আরও চ্যালেঞ্জিং করতে চলেছে। সেই সঙ্গেই আবার বন্য এলাকাগুলিতে আরও একটি স্যান্ডস্টর্ম বা মরুঝড় হাজির হবে। একজন গেমার হিসেবে আপনাকে হারিকেন এবং টর্নেডো প্রবণ এলাকাগুলি এড়িয়ে চলতে হবে, যাতে বড়সড় লুট এবং অন্যান্য বিশেষ আইটেম সংগ্রহ করার জন্য।
গ্রাউন্ড ওয়ার মোড
এই আপডেটে থাকছে একটি গ্রাউন্ড ওয়ার মোড এবং টুর্নামেন্ট মোড। গ্রাউন্ড ওয়ার মোডে বড় স্কেলে পায়ে হেঁটে এবং যানবাহন নিয়েই যুদ্ধ করা যাবে। যে সব প্লেয়াররা কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার খেলেছেন, তাঁদের কাছে এই মোডটি অনেকটাই পরিচিত হবে। অন্য দিকে টুর্নামেন্ট মোডে গেমাররা এপিক ডিএল কিউ৩৩ – রেড স্প্রাইট এবং শ্যাডো ব্লেড – রেড স্প্রাইট সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করতে হবে।
নতুন ম্যাপ
সিজ়ন ৪-এ থাকছে দুটি নতুন ম্যাপ – কোল্ড ওয়ার্স স্যাটেলাইট এবং মডার্ন ওয়ারফেয়ার ২০১৯-এর খান্দর হাইডআউট। সেই সঙ্গেই আবার থাকছে নতুন ওয়েপন, অপারেটার্স, ব্লুপ্রিন্টস, কলিং কার্ডস, চার্মস এবং সিওডি পয়েন্টস-সহ ব্যাটল পাস রিওয়ার্ডসের ৫০টি নতুন টায়ার।
থিমড ইভেন্ট
এত সবের পরেও সিওডি মোবাইলের একটি নতুন থিমড ইভেন্টও থাকছে, যার নাম স্যান্ডস্টর্ম’স আই। এই ইভেন্টে গেমারদের দল মরুভূমি এলাকায় যুদ্ধ করার চেষ্টা করবে এবং শত্রুদের তেল উত্তোলনের সুবিধার্থে মরু ঝড়ের ব্যবহার করা থেকে বিরত করবে।
কবে রিলিজ় করবে
সিওডি মোবাইলের এই নতুন সিজ়নের জন্য গেমারদের খুব একটা অপেক্ষা করতে হবে না। ২৮ এপ্রিল এই নতুন সিজ়নটি ড্রপ করতে চলেছে অ্যাক্টিভিজ়ন। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেই রোল আউট করা হবে এই ভার্সন।
আরও পড়ুন: গেম খেলতে ভালবাসেন? তাহলে এই পাঁচটি গ্যাজেট আপনার এখনই দরকার
আরও পড়ুন: ব্যাটলগ্রাউন্ডে ফের নতুন রয়্যাল পাস, গ্রাফিতি ওয়াল একেএম, ৪০% পর্যন্ত ইউসি বোনাস