AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BGMI 1.9 Update: অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে বিজিএমআই ১.৯ আপডেট কী ভাবে করবেন? পদ্ধতি জেনে নিন

How To Update Latest BGMI Version: বিজিএমআই লেটেস্ট ভার্সন অর্থাৎ বিজিএমআই ১.৯ আপডেট করে নিতে পারেন গেমাররা। কী ভাবে এই লেটেস্ট ভার্সন আপডেট করবেন, দেখে নিন।

BGMI 1.9 Update: অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে বিজিএমআই ১.৯ আপডেট কী ভাবে করবেন? পদ্ধতি জেনে নিন
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 5:08 PM
Share

নতুন আপডেটের অপেক্ষায় হন্যে হয়ে বসেছিলেন ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) প্লেয়াররা। এবার সেই দীর্ঘ অপেক্ষারই অবসান হতে চলেছে। গত ১৮ মার্চ অর্থাৎ হোলির দিন থেকেই লাইভ হয়ে গিয়েছে বিজিএমআই ১.৯ আপডেট (BGMI 1.9 Update)। একবার এই আপডেট করিয়ে নিলে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্লেয়াররা একাধিক নতুন ফিচার্স (New Features) উপভোগ করতে পারবেন। সেই সব ফিচার্সের তালিকায় রয়েছে একটি নতুন মোড, বাইসাইকেল, নতুন খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড, রিভাইজ়ড সোসনোভকা মিলিটারি বেস ব্রিজ-সহ আরও। এই প্যাচ আপডেটের জন্য কোনও ডাউনটাইম ছিল না ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার। কী ভাবে এই বিজিএমআই ১.৯ আপডেট করবেন, জেনে নিন।

অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে একবার চলে এলেই গেমাররা বিজিএমআই-এর এই লেটেস্ট আপডেটটি করে নিতে পারবেন। আর একবার আপডেট করে নিলেই তাঁরা পেয়ে যাবেন ওয়াইল্ড অ্যাম্বিশন সেট (৭ দিনের কুপন), যা কারেন্ট ভার্সন আপডেট করার জন্য প্লেয়ারদের গ্র্যাটিটিউডের জেসচার হিসেবে দেওয়া হবে। ফলে, যে সব প্লেয়াররা এই লেটেস্ট আপডেটটি করবেন না, তাঁরা একদিকে যেমন একাধিক ইনসেন্টিভ মিস করবেন, তেমনই আবার উপভোগ করতে পারবেন না নতুন ফিচার্স-সহ একাধিক কন্টেন্টও।

তবে অ্যান্ড্রয়েড ইউজারদের এই লেটেস্ট বিজিএমআই আপডেটের জন্য এপিকে ফাইলের উপরেই নির্ভর করতে হবে। কিন্তু আপডেটের জন্য এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটের শরণাপন্ন হওয়া ঠিক নয়। কারণ, এগুলিতে থাকছে ভাইরাস এবং একাধিক অল্টার্ড অ্যাপ্লিকেশন। এই ধরনের এপিকে ফাইল ডাউনলোড করলে আপনাকেই আখেরে বিজিএমআই গেম থেকে ব্যান করা হতে পারে।

বিজিএমআই ১.৯ আপডেট কী ভাবে ডাউনলোড করবেন

অ্যান্ড্রয়েড

পদ্ধতি ১ – গেমারদের প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে বিজিএমআই লিখে সার্চ করতে হবে। আবার এই লিঙ্কে ক্লিক করেও পেজটি ভিজ়িট করতে পারেন প্লেয়াররা।

পদ্ধতি ২ – তারপরে তাঁদের সামনে হাজির হবে একটি আপডেট বাটন। সেখানে ক্লিক করলেই তাঁরা গেমটি আপডেট করতে পারবেন।

পদ্ধতি ৩ – একবার ইনস্টলেশন হয়ে সম্পূর্ণ হয়ে গেলে, গেমাররা নতুন ফিচারগুলি উপভোগ করতে পারবেন।

আইওএস

পদ্ধতি ১ – আইফোন ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর খোলার পরে প্রোফাইল আইকনটিকে প্রেস করতে হবে।

পদ্ধতি ২ – এবার পেন্ডিং আপডেটস সেকশনে গিয়ে তাঁরা খুঁজে পাবেন ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া।

পদ্ধতি ৩ – এবার আপডেট অপশনে ক্লিক করলেই গেমের লেটেস্ট ভার্সন ইনস্টল করতে পারবেন বিজিএমআই প্লেয়াররা।

আরও পড়ুন: মার্চ মাসের বিশেষ আপডেট নিয়ে এল পাবজি নিউ স্টেট, নতুন সারভাইভার পাস, ম্যাকলারেন গাড়ি-সহ একাধিক ফিচার্স

আরও পড়ুন: হোলি উপলক্ষ্যে ব্যাটলগ্রাউন্ডে বিশেষ আপডেট! স্কাই আইল্যান্ড, বাইসাইকেল, রেসিং ট্র্যাক-সহ একাধিক আকর্ষণ

আরও পড়ুন: বিজিএমআই বোনাস চ্যালেঞ্জ ফিরিয়ে আনার চেষ্টা চলছে, ভক্তদের জানাল ক্রাফ্টন