AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber ​​Crime Reporting Portal: অনলাইন প্রতারণার শিকার হলে এই পোর্টালে করুন অভিযোগ, দ্রুত ফেরত পাবেন টাকা

Cyber ​​Crime Complain Website: তবে খুব কম মানুষই জানেন যে, তারা যদি অনলাইনে প্রতারণার শিকার হন, তাহলে অভিযোগ করবেন কীভাবে? আপনি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করতে পারেন।

Cyber ​​Crime Reporting Portal: অনলাইন প্রতারণার শিকার হলে এই পোর্টালে করুন অভিযোগ, দ্রুত ফেরত পাবেন টাকা
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 4:45 PM
Share

সাইবার স্ক্যাম বা অনলাইনে প্রতারণার ঘটনা আজকাল প্রায়শই হচ্ছে। প্রায় প্রতিদিনও কেউ না কেউ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। কখনও মোবাইল হ্যাক করে সমস্ত ডেটা চুরি করে নিচ্ছে হ্যাকাররা। আবার কখনও মেসেজ পাঠিয়ে সেকেন্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। তবে খুব কম মানুষই জানেন যে, তারা যদি অনলাইনে প্রতারণার শিকার হন, তাহলে অভিযোগ করবেন কীভাবে? অনলাইনে প্রতারণার অভিযোগ সরাসরি থানায় করতে যেতে হবে, এই ভয়ে অনেকেই যান না। তবে আপনি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করতে পারেন। এটি বিশেষভাবে সাইবার ক্রাইম কেস রিপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে আপনার সঙ্গে ঘটা ঘটনার কথা তাদের জানাতে হবে। কিন্তু তার জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে।

শর্তগুলি কী কী?

আপানর সঙ্গে যে প্রতারণাটি হয়েছে, সেই বিষয়ে 24 ঘন্টার মধ্যে একটি অভিযোগ দায়ের করতে হবে। তবেই মামলাটি নিষ্পত্তি করা হবে। এতে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে। এতে আপনি যতটাকা খুইয়েছেন, তা আপনি পেয়ে যাবেন। তবে আপনি যদি অনলাইন জালিয়াতি, লটারি কেলেঙ্কারি, এটিএম জালিয়াতি, ভুয়ো কল এবং ইন্টারনেট ব্যাঙ্ককিং জালিয়াতির অভিযোগ দায়ের করেন তবে তার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। কীভাবে অনলাইন জালিয়াতি সম্পর্কে অভিযোগ করবেন? চলুন জেনে নেওয়া যাক।

কীভাবে অনলাইন জালিয়াতি সম্পর্কে রিপোর্ট করবেন?

  • প্রথমে https://cybercrime.gov.in। পোর্টালে যান।
  • তারপর হোম পেজে গিয়ে Register The Complaint অপশনে যান।
  • এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করুন এবং পরবর্তী পেজে যান।
  • এবার সাইবার ক্রাইম রিপোর্ট বাটনে ক্লিক করুন।
  • নাম, ইমেইল এবং ফোন নম্বর দিয়ে লগইন করুন।
  • এবার যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন, তাতে একটি OTP আসবে। সেই OTPটি লিখুন।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • কীভাবে আপনার সঙ্গে প্রতারণা হয়েছে, সেই বিষয়ে একটি অভিযোগ দায়ের করুন।
  • তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এবার একটি নতুন পেজ খুলবে, যেখানে স্ক্যামের অবশিষ্ট বিবরণ দিতে হবে। তারপর Save and Next বাটনে ক্লিক করতে হবে।
  • এবার সাবমিট বোতামে ক্লিক করুন।
  • এবার আপনি একটি মেসেজ পাবেন যে, আপনার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।